দুই যমজ সন্তানের ড্যাডা করণ জোহর। তাঁর দুনিয়া যেন যশ-রুহিকে ঘিরে। প্রায়শই দুই ছেলেমেয়ের আদুরে ভিডিয়ো নেটমাধ্যমের পাতায় শেয়ার করেন পরিচালক-প্রযোজক।
সম্প্রতি যশ আর রুহির একটি নতুন ভিডিয়ো নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন করণ। ভিডিয়োতে দুই খুদেকে একই রকমের আউটফিট পরে দেখা গিয়েছে। ভিডিয়োতে যশ জানিয়েছে, ‘তাঁদের একেবারে ড্যাডার মতো দেখতে লাগছে।’ দুই সন্তানের সিঙ্গেল ফাদার করণ, সারোগেসির মাধ্যমে যমজ সন্তান আসে পরিচালক-প্রযোজকের কোলে।
যশ এবং রুহি সম্পূর্ণ কালো সোয়েটশার্টের সঙ্গে ম্যাচিং কালো জগার্স পরেছে। ভিডিয়োর শুরুতে ক্যামেরার পিছন থেকে করণ বলছেন, ‘অসাধারণ, ম্যাচিং ম্যাচিং।’ পালটা আধো আধো কণ্ঠস্বরে ফ্যাশনেবল উচ্চারণ করে রুহি বলে, ‘আমরা ড্যাডার মতো পোশাক পরে রয়েছি।’ গর্বিত করণ বলেছেন, ‘আমি এটাকে প্রশংসা হিসেবে নিলাম।’
আরও পড়ুন: ‘সত্যিই বয়স ৫৭?’, পাঠান-এর ‘বেশরম রং’ গান মুক্তির আগে শাহরুখকে দেখে হতবাক ভক্তরা
ভিডিয়োটি শেয়ার করে করণ ক্যাপশনে লিখেছেন, ‘ড্যাডার মতো সাজগোজ!’ অভিনেতা অনিল কাপুর, বিপাশা বসু এবং মাহিপ কাপুর কমেন্টে ভালোবাসা উজাড় করেছেন। গায়িকা লিসা মিশ্র লিখেছেন, ‘এটাই আসল ফ্যাশটেবল।’ নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
২০১৭ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হন করণ। প্রয়াত বাবা যশ জোহরের নামানুসারে ছেলের নাম রাখেন তিনি, অন্যদিকে মা হিরু জোহরের নাম উলটে মেয়ে রুহির নাম রেখেছেন করণ।
আগামী বছর এপ্রিলে মুক্তি পেতে চলেছে করণ-রণবীর জুটির প্রথম ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’। এই ছবিতে রণবীরের নায়িকা আলিয়া। এই ছবি দিয়েই দীর্ঘ দিন পর পরিচালকের আসনে ফিরবেন করণ।