বাংলা নিউজ > বায়োস্কোপ > Karan Johar: টুইটার ছাড়ার ঘোষণা করণ জোহরের, ‘তোমাকে কেউ মিস করবে না’, ধেয়ে এল কটাক্ষ

Karan Johar: টুইটার ছাড়ার ঘোষণা করণ জোহরের, ‘তোমাকে কেউ মিস করবে না’, ধেয়ে এল কটাক্ষ

করণ জোহর

Karan Johar says ‘Goodbye’ to Twitter: টুইটারকে ‘গুডবাই’ করণ জোহরের। কেন এমন সিদ্ধান্ত নিলেন পরিচালক? 

সুশান্ত সিংয়ের মৃত্যুর পর থেকেই বলিউডে নেপোটিজম বিতর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। স্বজনপোষণের বিতর্কের আঁচ সবচেয়ে বেশি অনুভব করেছেন করণ জোহর। লম্বা সময় ধরে সুশান্ত ভক্তদের নিশানায় ছিলেন করণ। সুশান্তের মৃত্যুর পর ট্রোলিং-এর মুখে পড়ে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়েও নিয়েছিলেন তিনি। সেই সময় একটানা দু-মাস টুইটারে গায়েব ছিলেন ধর্মা প্রোডাকশনের কর্ণধার। ফের একবার টুইটারকে বিদায় জানালেন করণ জোহর!

হ্যাঁ, সোমবার টুইট বার্তায় খোদ একথা জানালেন পরিচালক। টুইটারকে এদিন কার্যত ‘গুডবাই’ জানালেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালক। এদিন তাঁর বার্তা, ‘শুধুমাত্র ইতিবাচক এনার্জির জন্য জায়গা বাড়াচ্ছি (জীবনে), আর এটা সেই লক্ষ্যে নেওয়া একটা পদক্ষেপ মাত্র। বিদায় টুইটার’।

করণ আচমকা কেন এমন সিদ্ধান্ত নিলেন তা স্পষ্ট নয়। টুইটারে ১৭ মিলিয়নের বেশি নেটিজেন ফলো করেন করণকে। টুইটারের পাশাপাশি ইনস্টাগ্রামেও অ্যাক্টিভ করণ। টুইটারকে ‘অলবিদা’ জানালেও ইনস্টাগ্রামে এমন কোনও বিবৃতি তুলে ধরেননি পরিচালক।

টুইটারকে ‘গুডবাই’ নিয়েও কটাক্ষের শিকার করণ। একজন লিখেছেন, ‘এতই যখন পজেটিভ এনার্জির কথা বলছো, তখন কফি উইথ করণ নামের ডাস্টবিনটা ইন্টারনেট থেকে সরিয়ে দাও’। অপর একজন লেখেন, ‘তোমাকে কেউ মিস করবে না’। এই নিয়ে অনেকে মজাদার মিমও শেয়ার করেছেন।

দু-দিন আগেই ৪২ বছর পূর্ণ করেছে করণের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন। প্রযোজক করণের শেষ ছিল ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। যদিও এই ছবি নিয়ে সমালোচনাও কম হয়নি। খুব শীঘ্রই পরিচালক করণ হাজির হবেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ নিয়ে। আগামী বছর ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা এই ছবির। যেখানে লিড রোলে রয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট। 

বন্ধ করুন