রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’-এর বিচারক হিসেবে টিভিতে ফিরেছেন করণ জোহর। নাচের অনুষ্ঠানটি বিচারকের প্যানেলে রয়েছেন করণ, মাধুরী দীক্ষিত এবং নোরা ফাতেহি। পাশাপাশি পেশাদার কোরিওগ্রাফারদের কোচিং এবং মেন্টরশিপের অধীনে বেশ কয়েকটি সেলিব্রিটি প্রতিদ্বন্দ্বিতা করবে সেরার শিরোপা জেতার লড়াইয়ে।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে করণ বলেছিলেন, সেলিব্রিটিরা সংবেদনশীল হতে পারে। তাই শোয়ে তিনি তাঁর রায়কে নিম্ন স্বরে রেখেছেন। উল্লেখ্য, ঠোঁটকাটা, চোখা মন্তব্যের জন্য পরিচিত করণ। বিশেষ করে তাঁর রিয়েলিটি শো ‘কফি উইথ করণে’র হোস্ট এবং তাঁর সাক্ষাৎকারের জন্যও। ঝলক দিখলা জা-তে, প্রতিযোগীদের সমালোচনা করার সময়ও তিনি কিছুটা কমনীয় মনোভাব রাখেন এখন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথাও বলেছেন তিনি। আরও পড়ুন: বাগদান সারলেন ‘নাগিন’ খ্যাত কৃষ্ণা, দুধ সাদা গাউনে সেজে উঠেছিলেন অভিনেত্রী
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক-প্রযোজক করণ জোহর বলেন, ‘আমি যতটা অনুমোদন করি, তার চেয়ে অনেক বেশি বিচারপ্রবণ। কখনও কখনও বিচারের ক্ষেত্রে তাঁদের আমাকে শান্ত হতে বলতে হয়। বিশেষ করে যখন ঝলকের কথা আসে, প্রত্যেকেই সেলিব্রিটি এইভাবে বেশ সংবেদনশীল এবং দুর্বল। মাঝে মাঝে আমার কথা বলার জন্য আমাকে অতিরিক্ত সুগার-কোট করতে হয়।’ আরও পড়ুন: কাপুর পরিবারের গণেশ চতুর্থী! করিনা, করিশ্মা, রণধীর থেকে আদর একফ্রেমে গোটা পরিবার
অনেকে দাবি করেছেন যে শোতে সেলিব্রিটি প্রতিযোগীরা প্রায়শই করণকে প্রভাবিত করার জন্য পারফর্ম করেন, কারণ তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় চলচ্চিত্র নির্মাতা এবং এখানকার অন্যতম বড় প্রোডাকশন হাউসেরও প্রধান। করণের মন্তব্য, ‘আমি মনে করি প্রত্যেকেই তাদের পারফরম্যান্স নিয়ে এতটাই চাপে থাকে যে আমাকে প্রভাবিত করা তাদের সমস্যায় সবচেয়ে কম। প্রত্যেকেই তাদের পদক্ষেপ এবং অভিব্যক্তি সঠিক করার চেষ্টা করছে। এছাড়াও, আমি, মাধুরী দীক্ষিত এমনকি নোরা ফাতেহি, আমরা তাঁদের সবার জন্য আরামদায়ক করার চেষ্টা করি। আমরা সবাই এক পরিবারের সদস্য।’
ঝলক দিখলা জা-র ১০ নম্বর সিজন বর্তমানে কালার্স টিভিতে সম্প্রচারিত হচ্ছে। এছাড়াও, করণকে কফি উইথ করণের সপ্তম সিজনেও দেখা গিয়েছে, যা ডিজনি+ হটস্টারে স্ট্রিমিং হচ্ছে। রণবীর সিং এবং আলিয়া ভাট অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানিট দিয়ে আগামী বছর পরিচালনায় কামব্যাক করবেন করণ জোহর।