কফি উইথ করণ শুরু হলেই সকলের একটাই জিজ্ঞাসা থাকে এবার কে বা কারা আসছেন করণের শোতে? এবার তাঁদের থেকে কোন কথা জানা যাবে? আর প্রতিবারই অনুমান করা হয় যে এবার বুঝি আবার করণের সঙ্গে তাঁর আড্ডায় শাহরুখ খানকে দেখা যাবে। কফি উইথ করণের সিজন ৮ এও সেই একই প্রশ্ন উঠে আসছিল। কিন্তু করণ নিজেই জানিয়ে দিলেন এবারের কফি উইথ করণে অতিথি হয়ে আসছেন না শাহরুখ খান। প্রসঙ্গত বিগত কয়েকটি সিজনে করণের শোতে শাহরুখের দেখা মেলেনি, যদিও এই শোয়ের প্রায় প্রতিটি সিজনেই একবার করে আসতেন কিং খান।
শাহরুখের প্রসঙ্গে করণ জোহর কী জানিয়েছেন?
করণ জানিয়েছেন একজন বন্ধু হিসেবে তিনি শাহরুখের সিদ্ধান্তটা বোঝেন এবং সেটাকে সম্মান করেন। তাই আবার যখন সঠিক সময় আসবে তখন তিনি তাঁকে তাঁর এই শোতে ডাকবেন বলেই জানিয়েছেন। সোমবার কফি উইথ করণের একটি ইভেন্টে করণ বন্ধু শাহরুখের বিষয়ে বলেন, 'আমি মনে করি ভারতের সমস্ত মেগা স্টারের মধ্যে একমাত্র শাহরুখ হলেন সেই ব্যক্তি যিনি সেই অধিকার অর্জন করেছেন যে তিনি কখন কথা বলতে চান আর চান না সে ঠিক করার। আমি ওর বন্ধু, পরিবারের লোক হিসেবে সেটা বুঝি। আমি ওর উপর কোনও জোর চাপাতে চাই না কারণ ও আমার পরিবারের মতো।'
আরও পড়ুন: টানা ছয় মাস খালি জাঙ্ক ফুড খেয়ে ১৫ কিলো ওজন বাড়িয়েছেন পরিণীতি! কেন?
তিনি আরও বলেন, 'আমি ওকে বলতেই পারি বা অনুরোধ করতে পারি। আমি জানি আমি বললে ও না করবে না, কিন্তু আমি চাই না আমার জন্য কোনও ডিলেমায় পড়ুক। আমি তাকেই বাছি যে কথা বলতে প্রস্তুত।' ফলে তিনি এখন শাহরুখ খানকে তাঁর শোতে ডাকার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছেন। করণ জোহরের কথায়, 'যখন সঠিক সময় আসবে তখন আমি ওকে বলব। আমি জানি ও যখন বটে চাইবে কথা তখন ঠিকই বলবে। আর ও নিজে সাক্ষাৎকার দিতে চাইলে সেটা সবার সেরা হবে, কারণ ওর মতো ইন্টারভিউ আর কেউ দিতে পারেন না। ওর থেকে ভালো কথাও কেউ বলেন না।'
তবে শোতে না ডাকলেও করণ এটা স্পষ্ট করে দেন যে তাঁর এবং শাহরুখের রোজ কথা হয়। এবং কিং খান তাঁর অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছেন।
শাহরুখ খানকে আগামীতে ডঙ্কি ছবিতে দেখা যাবে। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিটি আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে। তাঁর সঙ্গে এখানে আছেন তাপসী পান্নু।