সালটা ছিল ২০১৭, সেবছরই সারোগেসির মাধ্যমে বাবা হন অবিবাহিত করণ জোহর। যমজ সন্তানের বাবা হয়েছিলেন বলিউডের এই নামী পরিচালক-প্রযোজক। ছেলে-মেয়ের নাম রাখেন যশ ও রুহি। করণ ছাড়াও তাঁর সেই সন্তানের দেখভাল করতেন তাঁর ৮১ বছরের বৃদ্ধা মা হিরু জোহর।
তবে এতদিন সব ঠিকঠাকই চলছিল। করণের মাকে মাম্মা বলে ডাকে যশ ও রুহি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জোহর জানিয়েছেন, তাঁর দুই ছেলেমেয়ে যশ ও রুহি এবার তাঁর কাছে জানতে চাইছেন তাঁদের আসল মা? করণের কথায়, যশ-রুহি এখন তাঁকে জিগ্গেস করছে ‘আমরা কার পেট থেকে জন্মেছি? মাম্মা তো আসলে আমাদের মাম্মা নয়, দাদি (ঠাকুমা)। তাহলে আমাদের আসল মা কে?’
করণ জোহর বলেন, ‘আমি এখন বাচ্চাদের স্কুলে যাচ্ছি, কাউন্সেলরের কাছে যাচ্ছি, কারণ, এটা জিগ্গেস করতে যে এই পরিস্থিতি কীভাবে সামাল দেব? বিষয়টা মোটেও সহজ নয়। একসঙ্গে বাবা-মা হওয়া সহজ নয়।’
করণ জোহর জানিয়েছেন, তিনি কখনও কখনও তাঁর সন্তানদের সঙ্গে অন্যায় করে ফেলেন। নিজের নিরাপত্তাহীনতা অনেকসময়ই নিজের সন্তানদের উপর চাপিয়ে দেন। করণ বলেন, ‘আমি যখন দেখি আমার ছেলে চিনি খাচ্ছে, আর ওজন বাড়াচ্ছে, তখন আমি আতঙ্কিত হয়ে পড়ি। কারণ, ওকে এটা বলতে চাই না যে আমি এই বয়সে এসে ওর জীবনযাপন করছি। কারণ, আমি চাই ও সুখী হোক, ভালো থাকুক। কারণ ও একজন সুখী শিশু।’
করণ আরও বলেন, ‘আমি চাই আমার ছেলে ক্রিকেট, ফুটবল খেলতে যাক। আমি যা যা করিনি ও সব করুক। আমার সন্তানরা নিজেদের পছন্দে বাঁচুক।’ করণের কথায়, তিনি তাঁর সন্তানদের অসংবেদনশীল কিছু বলতে চান না। এমনকি একবার তিনি ছেলের কাছে অসংবেদনশীল কিছু বলে ফেলার কারণে ক্ষমাও চেয়েছিলেন বলে জানান।
করণ জানান তাঁর যমজ সন্তান যশ ও রুহিকে বড় করার ক্ষেত্রে তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরা, যেমন রানি মুখোপাধ্যায়, করিনা কাপুররা তাঁকে অনেক সাহায্য করেছেন।