বলিউড ইন্ডাস্ট্রিতে চর্চায় থাকা তারকাদের মধ্যে অন্যতম হলেন করণ জোহর।সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন তিনি। তাঁর দুই সন্তান, যশ ও রুহি। ছেলেমেয়েদের মা ও বাবা দুই দায়িত্বই একসঙ্গে পালন করেন করণ। আজ তাঁর দুই সন্তানের জন্মদিন। এই বিশেষ দিনে করণ লিখলেন, ‘বাবা হওয়া আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন।’
নিজের ইস্টাগ্রামে ছেলে-মেয়ের জন্মদিনে তাদের সঙ্গে বেশ ছবি দিয়ে লিখলেন, ‘আমার সবচেয়ে বড় অর্জন হল বাবা হওয়া। আমি আমার বাবা-মায়ের নামে ওদের নাম রেখেছি। কারণ আমি মনে করি যে, একটি বংশ বা নামের বাইরে একটা আবেগ অব্যাহত থাকতে হবে … ওরাই আমার পৃথিবী! শুভ জন্মদিন রুহি এবং যশ... তোমাদের দুজনের জন্যই আমার সবচেয়ে বড় প্রার্থনা হল, তোমরা সব সময় দয়ালু থাকো।’
আরও পড়ুন: ৫৯-এর শাহরুখের ফিটনেসে কুপোকাত আমির! দুই খানের বয়সের ফারাক কত জানেন?
তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই যশ ও রুহিকে ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। করণের বহু সহকর্মীও তাদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মাইকা আরোরা থেকে জাহ্নবী কাপুর করণের ছেলে-মেয়েকে শুভেচ্ছা জানিয়েছেন। মাইকা লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয় রুহি ও যশ।’ জাহ্নবীও লেখেন, ‘যশ এবং রুহুহিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা’। তাছাড়া কাজলও তাদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কাজল শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আমার দুই কিউটিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।’ পোশাকশিল্পী মনীষ মালহোত্রা লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয় যশ ও রুহি।’
প্রসঙ্গত, করণ একবার কপিল শর্মার শোয়ে জানিয়েছিলেন যে তিনি কী কাজ করেন সেই বিষয়ে তাঁর সন্তানরা কিছুই বুঝতে পারেন না। এই প্রসঙ্গে করণ বলেছিলেন ‘ওরা জানে না আমি কী করি। আমি ওদের বলেছি যে আমি একজন পরিচালক। ওরা আবার আমাকে জিজ্ঞাসা করে যে, পরিচালক তো ক্যামেরার পিছনে থাকেন... কিন্তু ওরা তো আমাকে টেলিভিশনেও দেখে।’
আরও পড়ুন: রহমানকে ছাপিয়ে গিয়েছেন অনিরুদ্ধ! জানেন অ্যালবাম প্রতি তাঁর আয় কত?
করণ আরও বলেন, ‘একবার একজন তাদের জিজ্ঞাসা করেছিল, 'তোমার বাবা কী করেন?', এটা শুনে ওরা বলেছিল 'আমরা খুব বিভ্রান্ত। আমরা জানি না বাবা কী করে'। আসলে ওরা সত্যিই জানে না।’
২০১৭ সালের ফেব্রুয়ারিতে সারোগেসির মাধ্যমে করণ ছেলে যশ এবং মেয়ে রুহিকে স্বাগত জানিয়েছিলেন। তিনি তার বাবা প্রয়াত যশ জোহরের নামে ছেলের নাম রেখেছিলেন। অন্যদিকে, রুহির নাম রাখেন তাঁর মায়ের নাম হিরুর একটি অ্যানাগ্রাম।