মুক্তির ২০ বছর পূর্ণ করল ‘কভি খুশি কভি গাম’ সিনেমা। সেই উপলক্ষে বলিউডের বিভিন্ন তারকারা ছবির সংলাপ নিয়ে নানা ধরণের মজাদার ভিডিয়ো তৈরি করছেন। ছবির পরিচালক করণ জোহরও তাঁর দুই ছেলেমেয়ে যশ এবং রুহিকে নিয়েও ছবির ছোট্ট সংলাপ ‘take a chill pill’-এর একটি ভিডিয়ো তৈরি করেছেন।
ভিডিয়োতে করণকে কাউচে বসে দুই ছেলেমেয়েকে বকা দিতে দেখা গেছে। তিনি বলেন, ‘যশ এনং রুহি তোমরা দুজনেই খুব দুষ্টু হয়ে যাচ্ছ। যাও এবং তোমাদের হোমওয়ার্ক করো প্লিজ’। সঙ্গে সঙ্গে তাঁক দুই ছেলেমেয়ে একসঙ্গে বলে ওঠেন, ‘ড্যাডা টেক আ চিল পিল’। পালটা করণ বলেন, ‘টেক আ চিল পিল, তাই তো দেখছি’।
ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করে, করণ লিখেছেন, 'মনে হচ্ছে যা ঘটছে, ঘুরে ফিরে আসে এবং এখানে আমার নিজের বাচ্চারা আমাকে ঠান্ডা হওয়ার ওষুধ খেতে বলছে #20YearsOfK3Gকে চিয়ার্স!'
করণের ভিডিয়ো দেখে রণবীর সিং হাসির ইমোজি শেয়ার করেছেন মন্তব্য বাক্সে। ভূমি পেদনেকর ভালোবাসার ইমোজি দিয়েছেন। নেটিজেনরা করণের দুই খুদে ছেলেমেয়ে যশ এবং রুহির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।
কভি খুশি কভি গাম-এর দৃশ্যে কাজলকে শাহরুখ এবং তাঁদের ছেলে ‘take a chill pill’ বলেছিলেন। সেই সংলাপ দারুণ জনপ্রিয় হয়েছিল দর্শকদের কাছে।