বাংলা নিউজ > বায়োস্কোপ > Karan Johar on Trial by Fire: 'মনটা ভেঙে গেল', ট্রায়াল বাই ফায়ার দেখে স্তব্ধ করণ!

Karan Johar on Trial by Fire: 'মনটা ভেঙে গেল', ট্রায়াল বাই ফায়ার দেখে স্তব্ধ করণ!

ট্রায়াল বাই ফায়ার দেখে স্তব্ধ করণ!

Karan Johar on Trial by Fire: নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ট্রায়াল বাই ফায়ার ওয়েব সিরিজ। মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে রাজশ্রী দেশপাণ্ডে এবং অভয় দেওলকে। এই ওয়েব সিরিজের বিষয়ে কী প্রতিক্রিয়া জানালেন করণ জোহর?

কিছুদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ট্রায়াল বাই ফায়ার ওয়েব সিরিজটি। এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অভয় দেওল এবং রাজশ্রী দেশপাণ্ডেকে। ইতিমধ্যেই সমালোচকদের থেকে দারুন প্রশংসা পেয়েছে এই সিরিজ। এবার এটির বিষয়ে মতামত জানালেন পরিচালক করণ জোহর।

করণ জোহর ট্রায়াল বাই ফায়ার ওয়েব সিরিজ দেখে সেই বিষয়ে নিজের মতামত জানালেন ইনস্টাগ্রামে। রবিবার, ১৫ জানুয়ারি তিনি ইনস্টাগ্রামে তিনি একটি পোস্ট শেয়ার করেন। ইনস্টাগ্রাম স্টোরিজে তিনি এই সিরিজের একটি ছবি শেয়ার করেন। সেই ছবিতে অভয় দেওল এবং রাজশ্রী দেশপাণ্ডেকে দেখা যায় এই ছবি পোস্ট করে পরিচালক লেখেন, 'মনটা ভেঙে গেল। একই সঙ্গে দুর্দান্তভাবে বাস্তবকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এই সিরিজটিতে যেমন সুন্দর করে গল্পটা বলা হয়েছে, তেমনই সুন্দর করে সবটা ফুটিয়ে তোলা হয়েছে।'

তিনি তাঁর এই পোস্টে আরও লেখেন, 'রাজশ্রী দেশপাণ্ডে এবং অভয় দেওল এই সিরিজের রক সলিড পিলার। মিনি সিরিজটিতে তাঁদের অভিনয় চোখে লাগার মতো। কেভিন লুপেরিকো এবং প্রশান্ত নায়ার আমার শ্রদ্ধা নিও। এই সিরিজ দেখে আমি একটি ভারাক্রান্ত মন নিয়ে ঘুমাতে গেলাম। একই সঙ্গে অনুপ্রাণিত বোধ করছি।' এই ৫০ বছর বয়সী পরিচালক তাঁর এই ইনস্টাগ্রাম স্টোরিজটিতে নেটফ্লিক্সেও ধন্যবাদ জানান এমন একটি সিরিজ আনার জন্য।

<p>করণ জোহরের ইনস্টাগ্রামের স্টোরি</p>

করণ জোহরের ইনস্টাগ্রামের স্টোরি

এটি একটি ৭ পর্বের ওয়েব সিরিজ। নীলম এবং শেখর কৃষ্ণমূর্তির বইয়ের উপর ভিত্তি করে এই ওয়েব সিরিজটি তৈরি করা হয়েছে। বইটির সারমর্ম হল, উপহার সিনেমার ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর দুই ক্ষুব্ধ বাবা মা কীভাবে তাঁদের মৃত সন্তানদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার লড়াই লড়েন সেটাই এখানে লেখা হয়েছে।

এই সিরিজের বিষয়ে অভয় দেওল বলেছিলেন, 'খুব সম্ভবত আমার করা সব থেকে কঠিন চরিত্র। আমি এর আগেও সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে এমন অনেক প্রজেক্টে কাজ করেছি। কিন্তু এটা সব থেকে দুর্ভাগ্যজনক।' তিনি এমনটা তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছিলেন।

বন্ধ করুন