মোনাকো ট্রিপে বলিউড তারকাদের রাজকীয় পার্টি। এক ছাদের তলায় পার্টি করলেন ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান, পরিচালক করণ জোহর, লেখক-উদ্যোক্তা শ্বেতা বচ্চন, ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা সহ আরও অনেকে। জুয়েলারি ডিজাইনার ঋদ্ধিমা কাপুর সাহনি এবং করিশ্মা কাপুরও মোনাকোর পার্টি থেকে তাঁদের ছবি শেয়ার করেছেন।
রবিবার পরিচালক করণ জোহর মোনাকো ডায়রি থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে করণকে সোনালি রঙের টাক্সেডো পরে দেখা গিয়েছে। গৌরী, মণীশ, নিতাশা, শ্বেতাদের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন করণ, শেয়ার করেছেন সেই ছবিও।
আরও পড়ুন: ২০০৩ সালে প্রতারণা মামলার অভিযোগ খারিজ, দিল্লি হাইকোর্টের রায়ে স্বস্তিতে বিবেক

এক ফ্য়ান পেজ থেকে নেটমাধ্যমে পার্টির অন্দরে গৌরী খানের ছবি শেয়ার করা হয়েছে। পার্টিতে উপস্থিত অতিথিদের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন ইন্টেরিয়র ডিজাইনার, রূপোলি রঙের লেহেঙ্গায় ঝলমলে লুকে ধরা দিয়েছেন।
গৃহসজ্জার দুনিয়ায় উজ্জ্বল নাম গৌরী খান। বিশ্বের প্রথম সারিতে থাকা ধনকুবের থেকে শুরু করে টিনসেল টাউনে একাধিক তাবড় তাবড় তারকাদের গৃহসজ্জার পিছনে হাত রয়েছে তাঁর।
সম্প্রতি, ঋদ্ধিমা কাপুর সাহনি মোনাকো থেকে জমকালো ডিনার পার্টির ছবি শেয়ার করেছিলেন। স্বামী ভারত সাহনির সঙ্গে বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে তাঁকে।