বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘রোজ রাতে ১টা করে ওষুধ খেতাম’, ব্রহ্মাস্ত্রর মুক্তিতে হাল করুণ ছিল করণ জোহরের

‘রোজ রাতে ১টা করে ওষুধ খেতাম’, ব্রহ্মাস্ত্রর মুক্তিতে হাল করুণ ছিল করণ জোহরের

ব্রহ্মাস্ত্র মুক্তির আগের দুশ্চিন্তা নিয়ে কথা বললেন করণ জোহর। 

ব্রহ্মাস্ত্র ছিল ২০২২ সালের সবচেয়ে বড় বাজেটের ছবি। যা নিয়ে মারাত্মক টেনশনে ছিলেন করণ জোহর। এই প্রথম তা নিয়ে মুখ খুললেন। 

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে একাধিক কাজ করছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। ওয়েক আপ সিড, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির মতো একাধিক সিনেমা এনেছেন তাঁরা একসঙ্গে। ধর্মা প্রোডাকশনের থেকেই অয়নের ‘ড্রিম প্রোজেক্ট’, বলিউডের সবচেয়ে বড় বাজেটের সিনেমা, ফ্যান্টাসি ফিল্ম ব্রহ্মাস্ত্র মুক্তি পায় ২০২২ সালে। এমনিতেই বছরকয়েক ধরে বলিউডের অবস্থা টালমাটাল। আর এরকম পরিস্থিতিতে ব্রহ্মাস্ত্রের মতো সিনেমা বানানোর সাহস দেখানো কোনও ছোটখাটো ব্যাপার ছিল না। 

সাত বছরের বেশি সময় ধরে তৈরি হয়েছে ব্রহ্মাস্ত্র। তবে করণ যেমন চেয়েছিলেন সেরকম ফল পায়নি ছবিটি। সামলোচকদের দ্বারাও যেমন ছবি সেভাবে ইতিবাচক ইঙ্গিত পায়নি, তেমন মাত্র ৪০০ কোটি টাকা ঘরে তুলতে পেরেছে এই ছবি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলতে শোনা গেল কীভাবে এই সিনেমার কারণে তাঁর নির্ঘুম রাত কেটেছে। এবং অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তাঁকে রোজ একটা করে ওষুধ খেতেই হত। করণের মতে ব্রহ্মাস্ত্র ছিল ‘বিশাল ঝুঁকি নেওয়া’ উদ্যোগ, ‘বড় বাজেটে’ বানানো একটা ‘ক্রেজি আইডিয়া’। করণ জোহরের কথায়, ‘এটা এমন একটা ছবি যা অয়ন দর্শকদের সামনে তুলে ধরতে ব্যস্ত ছিল। আর আমরা সবাই মারাত্মক চাপে ছিলাম। যেমন আমি প্রত্যেকদিন রাতে একটা করে ওষুধ খেতাম।’ আরও পড়ুন: ‘১ লাখের নীচে চশমা পরি না’, দাবি করণের! ভিডিয়ো ভাইরাল হতেই এল হাস্যকর প্রস্তাব

‘সিনেমাটা নিয়ে প্রশংসা এবং সমালোচনা দুটোই ছিল এবং চারপাশে অনেক মতামত উড়ছিল। আমি এসবের জন্য ঠিক প্রস্তুত ছিলাম না। প্রথমে আমার একটাই কথা ছিল, 'শুধু আমাকে বলুন যদি আপনি এটি পছন্দ করেন, অন্যথায় আমি জানতে চাই না', কারণ আমি খুব সংবেদনশীল হয়ে পড়েছিলাম সেই সময়। আসলে আমি এতটাই নার্ভাস হয়ে পড়েছিলাম যে আমি সংবেদনশীল হয়ে উঠেছিলাম।’, নিজের বক্তব্যে যোগ করেন করণ। 

প্রসঙ্গত, ব্রহ্মাস্ত্র পার্ট টু পরিচালনা করবেন অয়ন। ছবিটি ২০২৪ সালে মুক্তি পেতে পারে বলে আশা রাখা হচ্ছে। 

 

বন্ধ করুন