ওটিটি প্ল্যাটফর্মে BAFTA এবং এমি পুরস্কার বিজয়ী গ্লোবাল ফরম্যাটের 'দ্য ট্রেইটারস'- এর অনুকরণে ভারতীয় একটি রয়েলিটি শো খুব তাড়াতাড়ি আসতে চলেছে। 'দ্য ট্রেইটরস'- এর অনুকরণে ভারতীয় শোটি বর্তমানে প্রযোজনা ও হোস্ট করার দায়িত্বে রয়েছেন করণ জোহর। বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি গেম শো ফরম্যাটে এই শোটি করা হবে।
বড়সড় আকারের নগদ পুরস্কার দেওয়া হবে এই শোয়ের বিজয়ীকে। ২০ জন প্রতিযোগীর মধ্যে খেলা হবে। বিশ্বাস এবং প্রতারণার দু'য়ের মিশেলেই এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতিযোগীরা। বিশ্বাসঘাতকদের মুখোশ টেনে ছিঁড়তে এগিয়ে যেতে হবে নতুন ধাপে।
আরও পডুন: ‘পেট ভরে না…’! স্ত্রী ২ আয় করেছে ৫০০ কোটির উপরে, তাও কীসের আশঙ্কায় থাকেন পরিচালক অভিষেক
বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান রিয়েলিটি গেম শো ফর্ম্যাটগুলির মধ্যে এটি একটি। ভারতের বিভিন্ন আঞ্চলীক ভাষার শ্রোতারা তাঁদের নিজস্ব ভাষার সাবটাইটেলে হিন্দিতে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে এই শোটি দেখতে পারবেন।
এই সিরিজয়ে বিশ্বাস এবং প্রতারণার চূড়ান্ত খেলা দেখানো হবে। এখানে প্রতিযোগীদের বুদ্ধি এবং কৌশলগত দক্ষতাকে চ্যালেঞ্জ করে নানা ধরণে খেলা দেওয়া হবে। সেই খেলায় জয়ী হলেই মিলবে পুরস্কার। প্রতিযোগীরা এই খেলার জন্য একটি বড় পরিমাণ নগদ অর্থও পাবেন। ২০ জন প্রতিযোগীকে একটি রাজকীয় প্রাসাদে নিয়ে যাওয়া হবে, সেখানে শারীরিক ও মানসিক ভাবে চ্যালেঞ্জিং হতে পারে এমন সব কাজ দেওয়া হবে। আর এই সব কাজ পুরো করার মাধ্যমে তাঁরা নগদ অর্থ পুরস্কার হিসেবে পাবেন।
আরও পডুন: ইমার্জেন্সির মুক্তি জটের মাঝেই মুম্বইয়ের বাড়ি বেচলেন কঙ্গনা, টাকার দরকার BJP সাংসদের?
শো সম্পর্কে করণ জোহর বলেছেন, 'দ্য ট্রেইটারস সবচেয়ে বেশি দেখা রিয়েলিটি সিরিজগুলির মধ্যে একটি। এর জনপ্রিয়তা সারা বিশ্বজুড়ে। যত দিন যাচ্ছে এর জনপ্রিয়তা আরও বাড়ছে। কারণ দর্শকরা এটি উপভোগ করছেন। ইউকে এবং ইউএস সংস্করণ দেখে আমি একজন উৎসাহী ভক্ত হয়ে পড়েছিলাম। প্রাইম ভিডিয়োর সঙ্গে এই কাজটি করতে পেরে আমি সত্যি খুব খুশি।'
প্রসঙ্গত, করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ব্যাড নিউজ’। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরি। তাছাড়াও করণের ধর্মা প্রোডাকশন থেকে আমাজন প্রাইমেই অনন্যা পান্ডের কমেডি সিরিজ, ‘কল মি বে’ মুক্তি পেয়েছে। করণ জোহর, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্র সিরিজটি প্রযোজনা করেছেন। এটি পরিচালনা করেছেন কলিন ডি'কুনহা এবং নির্মাণ করেছেন ঈশিতা মৈত্র।