বাংলা নিউজ > বায়োস্কোপ > হঠাৎ কেন সোশ্যাল মিডিয়ায় রণবীরের ছবি? কী বলছেন করণ? উত্তর শুনে চমকে যাবেন

অভিনেতা রণবীর সিংয়ের প্রতি একরাশ ভালোবাসা উজাড় করে নেটমাধ্যমে একটি নতুন পোস্ট শেয়ার করেছেন পরিচালক-প্রযোজক করণ জোহর। ইনস্টাগ্রামে করণ রণবীর সিংয়ের একটি ছবি পোস্ট করে তাঁর প্রতি স্নেহ এবং প্রশংসা উজাড় করেছেন। করণ বলেছেন, রণবীর প্রত্যেককে বিশেষ অনুভব করানোর ক্ষমতা রাখেন এবং ও 'দুর্দান্ত মানুষ'।

পোস্টের ক্যাপশনে করণ লেখেন, ‘কোনও উপলক্ষ নেই… কোনও মার্কেটিং এজেন্ডা… কোনও লঞ্চ আসছে না! কিছুই না! এটা আমার একটা অনুভূতি, যা আমি সবার সঙ্গে শেয়ার করছি! আমি রণবীর সিংকে ভালোবাসতে পেরেছি! মানুষটি! ব্যক্তিটি! সে ভালোবাসায় পরিপূর্ণ! সাক্ষাত হওয়া প্রত্যেককে বিশেষ অনুভব করার ক্ষমতা রাখে। যে ভালোবাসা সে ছড়িয়ে দেয়, এই প্রজন্মকে প্রভাবিত করে। ভালোবাসার প্রতিটি ছোট অঙ্গভঙ্গি প্রকাশ করার তাঁর আবেগ।’

আরও পড়ুন: ‘কে আমির খান?’, ‘লাল সিং চাড্ডা’ নিয়ে প্রশ্ন করতেই ক্ষেপে উঠলেন অনু কাপুর! কেন?

করণ আরও যোগ করেন, 'সিনেমার সময়টুকু ধরে খুব কাছ থেকে ওকে দেখেছি। দূর থেকে দেখেছি, ও এক দুর্দান্ত ব্যক্তিত্ব। হ্যাঁ, একজন শিল্পী হিসেবে তাঁর আইডিওসিঙ্ক্রাসিস আছে। কিন্তু সেলুলয়েডে এত সুন্দরভাবে অনুবাদ করতে দেখেছি! তাই তাঁকে অনুমতি দিয়েছি! ব্যক্তিগত স্তরে ওর উদার মনোভাব আমি অনুভব করেছি। আমি তোমাকে ভালোবাসি রণবীর! তুমি যে 'ভালো বাঁচা' হিসাবে বড় হয়েছ, তা কখনোই হারিও না।'

পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন, অভিনেতা অনিল কাপুর, সঙ্গীতশিল্পী আশিস কৌর এবং আরও অনেকে হার্ট ইমোজি দিয়েছেন। অভিনেত্রী অঞ্জলি আনন্দ লিখেছেন, ‘একদম ভালোবাসি @karanjohar, @ranveersingh।’

করণ জোহর ‘কফি উইথ করণের সপ্তম সিজন’ নিয়ে ফিরে এসেছেন। সেখানে প্রথম অতিথি ছিলেন রণবীর সিং এবং আলিয়া ভাট। আলিয়া তাঁর বিয়ের গল্প এবং রণবীর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের সুন্দর মুহূর্তগুলি ভাগ করে নিয়েছিলেন। তবে সেই রাতে পুরো লাইমলাইট নিজের দিকে টেনে নিয়েছিলেন রণবীর। তিনি ধর্মেন্দ্র হৃতিক রোশন, বরুণ ধাওয়ান, আমির খান, অজয় ​​দেবগন এবং কার্তিক আরিয়ানের নিখুঁত মিমিক্রি করেছিলেন।

আরও পড়ুন: ‘সুহানা দু'বার দেখেছে', শাহরুখ-গৌরী-আরিয়ানের ‘ডার্লিংস’ কেমন লাগল? অকপট আলিয়া

প্রসঙ্গত, দিন কয়েক আগেই শেষ হয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির শ্যুটিং। ছবির পরিচালক করণ জোহর সোমবার প্যাক আপ ঘোষণা করেন। এই ছবির মাধ্যমে পাঁচ বছর পর পরিচালনায় ফিরলেন করণ।

ছবিতে নাম-ভূমিকায় রয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এছাড়াও ছবিতে থাকবেন শাবানা আজমি এবং ধর্মেন্দ্র। আলিয়ার দাদু-দিদার ভূমিকায় পর্দায় হাজির হবেন তাঁরা। দীর্ঘ ২৩ বছর পর ফের একবার একসঙ্গে ক্যামেরার সামনে হাজির হতে চলেছেন শাবানা এবং 'ধরমজি'। এই ছবির হাত ধরেই পর্দায় ১৫ বছর পরে ফিরতে চলেছেন জয়া বচ্চন।

বন্ধ করুন