বাংলা নিউজ > বায়োস্কোপ > Koffee With Karan: এই জন্যই এত মারামারি! কী থাকে কফি হ্যাম্পরে, নিজের হাতে দেখালেন করণ প্রথমবার

Koffee With Karan: এই জন্যই এত মারামারি! কী থাকে কফি হ্যাম্পরে, নিজের হাতে দেখালেন করণ প্রথমবার

কী থাকে করণের কফি হ্যাম্পারে?

‘কফি উইথ করণ’-এর কফি হ্যাম্পরে কী কী থাকে! নিজেই খোলসা করলেন করণ জোহর। বেশ দামি দামি জিনিস দেন কিন্তু তিনি!

কফি উইথ করণে আপনার মূল আকর্ষণ তো থাকে তারকাদের হাঁড়ির খবর জানা। কিন্তু এই তারকারা যে কফি হ্যাম্পার নিয়ে এত মারামারি করে, বেফাঁস কথা বলে বসে, সেই হ্যাম্পারে থাকে কী? এই প্রশ্ন নিশ্চয়ই এর আগেও একাধিকবার আপনার মাথায় এসছে। এবার করণ জোহর নিজেই তা খোলসা করলেন। দেখালেন কী কী পায় তারকারা র‌্যাপিড ফায়ার রাউন্ড জিতলেই।

Disney+ Hotstar-এর তরফ থেকে শেয়ার করা একটা ভিডিয়োতে দেখা গেল করণ নিজের হাতেই আনপ্যাক করলেন কফি হ্যাম্পর। আর বলছেন, ‘আমরা মনে করি কফি উইথ করণের এই হ্যাম্পর পৃথিবীর সবচেয়ে লোভনীয় অ্যাওয়ার্ড। হ্যাঁ অবশ্যই আমরা নিজেদের একটি বেশিই গুরুত্ব দেই আর আমাদের একটা বিভ্রান্তিও আছে যে এটা এত গুরুত্বপূর্ণ। আমার যদিও বিশ্বাস কাউচে আসা কারও কারও জন্য এটা সত্যিই গুরুত্বপূর্ণ। মারপিটগুলি সত্যিই হয়, যে কথাবার্তাগুলো হয় সেগুলো তো আসাধারণ। আর নতুন বিচারক আর জুরিরা এই র‌্যাপিড ফায়ারকে আরও উত্তেজিত ও উজ্জীবিত করে তোলে।’ করণ একইসঙ্গে জানান তাঁর বন্ধু দিপ্তী গোয়েঙ্কা আর তাঁর টিম এই হ্যাম্পর ডিজাইন করেছে।

কী রয়েছে হ্যাম্পরে?

করণের ব্র্যান্ড তিয়ানি-র গয়না, মার্শাল অ্যাকশন টু স্পিকার, অডি এস্প্রেসো মোবিল (এস্প্রেসো মেকার), অ্যামাজন ইকো শো ১০, ভাদম টি আর টি মেকার, নোহাউজ চকোলেট, বম্বে সুইট শপের কাস্টমমেড মিষ্টি, খোয়া ব্র্যান্ডের মিষ্টি, ২৮ বেকার স্ট্রিটের চকোলেট-কুকিজের হ্যাম্পর, কফি মগ, একটা দামি মোবাইল ফোন… আরও কিছু আছে যেমন ফ্রেগরেন্স, ওয়াইনের মতো অনেক কিছু। যা বলতে চাননি করণ জোহর।

২০০০ সাল থেকে কফি উইথ করণের সঞ্চালনা করছেন করণ জোহর। শাহরুখ-কাজল থেকে আমির, রণবীর, আলিয়া, ক্যাটরিনা, করিনা, সোনম, অনন্যার, রাখি সাওয়ান্তের মতো তারকারা। সত্যি তো, এত কিছু পেলে যে কেউ মুখ ফসকে ‘ভুলভাল’ তো বলেই বসবে।

 

বন্ধ করুন