নেপোটিজম বিতর্কে বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন করণ জোহর। বলিউডের নেপো-কিডদের ‘বাবা’ বলা হয় তাঁকে। এর পিছনে সংযত কারণও রয়েছে। অজস্র তারকা সন্তানদের লঞ্চ করেছেন করণ জোহর। তালিকায় রয়েছে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডেরা।
তালিকাটা বেশ দীর্ঘ। নেপোটিজম নিয়ে কটাক্ষের জবাব দিতে দিতে ক্লান্ত করণ। এবার নিজেই 'নেপো বেবি' টি-শার্ট পরে নেটদুনিয়ার নজর কাড়লেন রকি অউর রানি কি প্রেম কাহানি পরিচালক। ইন্টিরিয়র ডিজাইনার তথা শাহরুখ ঘরণী গৌরী খান এবং মালাইকা অরোরার সঙ্গে ডিনার ডেটে গিয়ে ফ্রেমবন্দি হন করণ জোহর।
ইনস্টাগ্রামে এক পাপারাজ্জো দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে, তাঁদের মুম্বইয়ের একটি রেস্তোঁরা থেকে বেরিয়ে আসতে দেখা গেল। গেট টুগেদারের জন্য গৌরীর পরনে ছিল সোনালি পোশাক ও ম্যাচিং ব্লেজার। মালাইকা অরোরা একটি দীর্ঘ লাল বডিকন পোশাক বেছে নিয়েছিলেন।
করণের পরনে 'নেপো বেবি' টি-শার্ট
করণ পরেছিলেন ফুল হাতা সাদা টি-শার্ট, যাতে লেখা ছিল, 'নেপো বেবি'। সঙ্গে কালো ট্রাউজার্স এবং স্নিকার। যশ জোহর ও হিরু জোহরের একমাত্র পুত্র করণ। তাঁর বাবা বলিউডের বিখ্যাত প্রযোজক, মামা যশ চোপড়া। ছোট থেকেই সিনেমার পরিবেশেই বড় হয়েছেন তিনি। তাই নিজেকে নেপো-বেবি বলতে দ্বিধা নেই করণের।
ভিডিওতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক ভক্ত বলেন, ‘অবশেষে গর্বের সঙ্গে নেপো বেবি শার্ট পরেই নিল। একজন মন্তব্য করেছেন, ’নেপো বেবি নয়, বাবা'। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘অনেক ওজন ঝরিয়েছেন’।
২০২৩ সালের জানুয়ারিতে 'নেপো বেবি' টি-শার্ট পরে লস অ্যাঞ্জেলেসে পা রাখেন হেইলি বিবার। তিনি ডেনিমার সাথে সাদা ক্রপড টি-শার্টটি জুড়েছিলেন। সেই ছবি সোশ্যালে ঝড় তুলেছিল, এবার হেইলিকে কপি করলেন করণ।
ব়্যাম্পে করণের জলওয়া
এর আগে মুম্বইয়ে এক ফ্যাশন শো-এর শো'জ টপার হিসাবে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মার্জার সরণিতে হাঁটলেন করণ। করণের পরনে ছিল সাদা পোশাক- সাটিন শার্ট, ট্রাউজার ও ব্লেজার ট্রেঞ্চ। সঙ্গে হিরের নেকলেস এবং একটি পান্না ব্রোচে সুসজ্জিত পরিচালক।
করণের আসন্ন প্রকল্প সম্পর্কে
করণ নেটফ্লিক্স ইন্ডিয়ার জন্য একটি শিরোনামহীন সিরিজ পরিচালনা করবেন বলে জল্পনা বিটাউনে। তাঁর শেষ পরিচালনা ছিল ২০২৩ সালের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। তারপর থেকে তিনি প্রযোজনা করেছেন কিল, যোধা, মিস্টার অ্যান্ড মিসেস মাহি এবং জিগরা। সলমনের সঙ্গে জুটি বেঁধে একটি প্রোজেক্টের কথাবার্তা অনেকদূর এগোলেও তা শেষমেশ ভেস্তে যায়।