বলিউডের হার্টথ্রব ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরি তাঁদের নতুন ছবি 'ব্যাড নিউজ'। এই সিনেমার 'তৌবা তৌবা' গানে তাঁদের নাচ ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। প্রথমত গানের ট্র্যাকটি অসম্ভব আকর্ষণীয়, আর দ্বিতীয়ত পর্দায় ভিকি আর তৃপ্তির অসাধারণ রসায়ন এবং হুক স্টেপের জন্য গানটি দর্শকদের আরও বেশি করে মন ছুঁয়ে গিয়েছে। আর এক্ষেত্রে ব্যতিক্রম নয় পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের ছেলে যশও।
কেজে ও'স প্রোডাকশন হাউস ধর্মা প্রোডাকশন অ্যামাজন প্রাইম এবং লিও মিডিয়ার সম্মিলিত সহযোগিতায়, 'ব্যাড নিউজ' শুক্রবার মুক্তি পেল প্রেক্ষাগৃহে। ছবি আসার আগে করণ জোহর ছবিটির প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন, আর তার মধ্যেই করণের ছেলে এই ছবির ভাইরাল গান 'তৌবা তৌবা'-এর হুক স্টেপ একেবারে তার নিজের ভঙ্গিতে ক্যামেরার সামনে করে দেখিয়েছে। কিন্তু ভিডিয়োয় দেখা গিয়েছে। এই স্টেপটি দেখানোর পরই একরাশ লজ্জা পেয়ে বালিশে মুখ ঢেকে নিয়েছে ছোট্ট যশ। আর তার এই মিষ্টি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: মা নীতার ২০০ কোটির বাজুবন্ধ পরে বিয়ে করলেন অনন্ত, এর সঙ্গে রয়েছে মুঘলদের যোগ!
প্রসঙ্গত, গানটি ভাইরাল হওয়ার পরপরই, কোরিওগ্রাফার বস্কো মার্টিস ইন্ডিয়া টুডেকে জানান, যে শুধু অভিনেতা-অভিনেত্রী নয়, এই 'তৌবা তৌবা' নাচের ক্রেডিট কোরিওগ্রাফারেও প্রাপ্য। বস্কোর মতে, গানটি প্রকাশ্যে আসার পর থেকেই ভিকিকে নিয়েই বেশি আলোচনা হচ্ছে, সব মনোযোগ নায়কে ঘিরেই, কিন্তু এই নাচের জন্য কোরিওগ্রাফারের কৃতিত্বও কম নয়, কারণ তিনি শিখিয়েছেন। তিনি বিশ্বাস করেন যে তাঁর ছোঁয়া ও স্টাইল না থাকলে 'তৌবা তৌবা' এত জনপ্রিয় হত না। তাই তিনি দর্শকদের কোরিওগ্রাফার এবং নৃত্যশিল্পী দু'জনের সাফল্য একসঙ্গে উদযাপন করার আহ্বান জানিয়েছেন। ঠিক যেমন মাধুরী দীক্ষিতের কোনও নাচ পছন্দ হলে নায়িকা এবং কোরিওগ্রাফার সরোজ খান দু'জন একটি জুটি হিসাবে প্রশংসিত হতেন তেমন করে।
আরও পড়ুন: 'একটা ম্যাজিক হত…' চোখের বালিতে ঐশ্বর্যর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অকপট প্রসেনজিৎ
আনন্দ তিওয়ারি পরিচালিত সিনেমা 'ব্যাড নিউজ' ২০১৯ সালের ছবি 'গুড নিউজ'-এর একটি সিক্যুয়েল। পাশাপাশি এই ছবি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে। ছবিতে ভিকি কৌশল, তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্ক প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এখানে হেটেরোপ্যাটারনাল সুপারফেকন্ডেশনের বিরল প্রজনন ঘটনাটি তুলে ধরা হয়েছে। অর্থাৎ যমজ সন্তান একই মায়ের গর্ভে বড় হয়ে জন্মগ্রহণ করবে কিন্তু তাদের বিভিন্ন বায়োলজিক্যাল বাবা আলাদা আলাদা। শুক্রবার অর্থাৎ ১৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'ব্যাড নিউজ'।