একটি জুয়েলারি ফ্যাশন শোতে শুক্রবার দেখা মিলল একঝাঁক বলিউড তারকার। তবে বিশেষ করে নজর কাড়লেন করণ জোহর ও সিদ্ধার্থ মলহোত্রা। আজিও লাক্স ওয়েকেন্ডে তিয়ানি জুয়েলারির 'গিল্ডেড আওয়ার' শোকেসের জন্য র ্যাম্পে হাঁটলেন দুজনে। তবে এখানে ভক্তদের বিশেষ করে নজর কাড়ল করণ জোহরের রোগা চেহারা আর সিদ্ধার্থ মলহোত্রার খুনসুঁটি।
রোগা চেহারায় নজর কেড়েছে করণ
করণ জোহর ফ্যাশন শোতে র্যাম্পে হাঁটলেন অল-হোয়াইট পোশাকে। তিনি একটি মুক্তো রঙা-সাদা সিল্কের শার্ট পরেছিলেন যার উপরের বোতামগুলি খোলা ছিল, যেখান থেকে শরীরের উর্ধাঙ্গের এক ঝলক মিলছিল। করণ মিড-রাইজ প্যান্টের ভিতরে টপটি গুঁজে দিয়েছিলেন। একটি ম্যাচিং লম্বা কোট ছিল সঙ্গে। যার পকেটে বসানো ব্রোচ। চশমা, সোয়েড বুট এবং নেকপিস দিয়ে সাজ সম্পূর্ণ করেছিলন পরিচালক-প্রযোজক।
আরও পড়ুন: ট্রেনে আলাপ, তারপর প্রেম! ৩৪ বছরের বিবাহিত জীবনে থাকা হয়নি একসঙ্গে, কে এই গায়িকা
করণকে দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে কয়েক কেজি ওজন কমিয়ে ফেলেছেন তিনি। যা দেখে একজন মন্তব্য করেন, ‘এ তো শকুনের মতো লাগছে, নাকি বলব শুটকি মাছ’। দ্বিতীয়জন লেখেন, ‘হাস্যকর। জানি না কেন এরকম সাজে।’ যদিও একাংশ আবার উদ্বেগ দেখিয়েছেন করণের স্বাস্থ্য নিয়ে। ‘করণের কী হয়েছে??? ওকে এত দুর্বল লাগছ কেন???’ আরেকজন আবার লিখলেন, ‘ডায়াবেটিসে মানুষকে এরকম রোগা হতে দেখেছি’।
কী পরেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা?
সিদ্ধার্থ একটি নেভি ব্লু স্যুট পরে শোস্টপার হয়েছিলেন। ম্যাচিং ব্লেজার আর স্ট্রেইট-লেগ প্যান্টে দেখা মিলল কিয়ারার বরের। ব্লেজারের প্লাঞ্জিং ভি নেকলাইন থেকে চোখে আসছিল সিদ্ধার্থের অ্যাবস। তিনিও গলায় পরেছিলেন একটি নেকপিস।
আরও পড়ুন: একা মা-র যন্ত্রণা! আমচকা একদিন বাড়ি থেকে বের করে দেয় মাসি, কেন নীনাকে বিয়ে করেননি ভিভিয়ান রিচার্ডস
মঞ্চে ছবির জন্য পোজ দেওয়ার সময় এক পর্যায় সিদ্ধার্থকে দেখা যায় করণের গায়ের লং জ্যাকেটটি খুলে তাঁর শার্টটি ঠিক করে দিতে। দুজনের ইকুয়েশন আলাদা করে নজর কাড়ে। বিশেষ করে, যখন নেটিজেনজদের মধ্যে এমনিতেই করণের ‘সমকামিতা’ নিয়ে নানান ধরনর আলোচনা, জল্পনা চলতেই থাকে। কখনো শাহরুখ খান, কখনো মনীশ মলহোত্রা, কখনো সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে নাম জড়িয়েছে করণের। এমনকী, এক সাক্ষাৎকার নিজের পুরুষ সঙ্গী ও সেই পুরুষ সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে খোলাখুলি সাক্ষাৎকারও দিয়েছিলেন করণ। শুধু সেই পুরুষ সঙ্গীটির, পরিচয় কখনোই ফাঁস করেননি।