শেষ হচ্ছে টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ইয়ে হ্যায় মহব্বতে। শো শেষ হওয়ার দিন কয়েক আগে থেকেই টেলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল সিরিয়ালের প্রধান জুটি অর্থাত্ করণ প্যাটেল এবং দিব্যাঙ্কা ত্রিপাঠির মনোমালিন্যের। গোটা বিষয় নিয়ে এবার মুখ খুললেন করণ প্যাটেল ।
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাত্কারে করণ জানিয়েছেন তাদের মাধ্যে একটা বিষয় নিয়ে সমস্যা ছিল এটা সঠিক, তবে সেটাকে মনোমালিন্য বলা যায় না । করণ জানান, 'আমার প্রত্যেক দিন সেটে দেরিতে আসা নিয়ে ও খুব রাগ করত, কিন্তু শুধু এইটুকুই । এর বাইরে আমরা দুজনেই দুজনের খুব ভালো বন্ধু । পর্দায় এবং পর্দার বাইরেও আমাদের রসায়ন সবার নজর কাড়ে । আমরা সবসময়ই একে অপরের ভালো চাই । কিছু মানুষ তো আছেই যাদের পরনিন্দা করা ছাড়া কোনো কাজ নেই, তারা এইসব কথা বলেই থাকে । তবে এটা একদিক থেকে ভাল, কারণ এই সব বিতর্কও আপনাকে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকতে সাহায্য করে' ।
২০১৩ সালে শুরু হয়েছিল 'ইয়ে হ্যায় মহব্বত' এর পথচলা । মঞ্জু কাপুরের জনপ্রিয় বই, 'কাস্টডি' অবলম্বনে তৈরি হয়েছিল ধারাবাহিকের চিত্রনাট্য । দক্ষিণ ভারতীয় দাঁতের ডাক্তার ইশিতা আইয়ারের সঙ্গে এক পাঞ্জাবি ব্যবসায়ী রমন ভল্লা এবং তাঁর প্রথমপক্ষের মেয়ে রুহির সম্পর্কের ইকুয়েশনই ছিল গল্পের মূল উপজীব্য । টিআরপি তালিকায় দীর্ঘদিন প্রথম সারিতে থেকেছে এই শো । শীঘ্রই ইয়ে হ্যায় মহব্বতের স্পিন অফ নিয়ে হাজির হবেন প্রযোজক একতা কাপুর । সিরিয়ালের নাম ইয়ে হ্যায় চাহতে । যেখানে মুখ্য ভূমিকায় থাকছেন শরগুন কৌর লুথরা এবং আবরার কাজি ।
রমন-ইশিতা এবং 'ইয়ে হ্যায় মহব্বত' এর গোটা টিমকে গত ছ বছর ধরে দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। সিরিয়ালের 'স্পিন অফ' ততটাই কি জনপ্রিয়তা পাবে ? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।