অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে নতুন করে আলাপ করানোর কিছু নেই। ব্যক্তিগত জীবনে এই মুহূর্তে বিপাশা বসুর সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন করণ সিং গ্রোভার। ২০২২ সালে বিপাশা-করণের জীবনে এসেছে তাঁদের একমাত্র কন্যা দেবী। মেয়েকে নিয়েই তাই আপাতত ব্যস্ততায় দিন কাটছে করণ-বিপাশার।
তবে অনেকেই হয়ত জানেন না, বিপাশা করণের তৃতীয় পক্ষের স্ত্রী। তারও আগে দু'বার সাতপাকে বাঁধা পড়েছিলেন জেনিফার উইঙ্গেট ও শ্রদ্ধা নিগম। সম্প্রতি দু'বার বিবাহ-বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছেন করণ সিং গ্রোভার। করণের কথায়, ‘যা হয় ভালোর জন্যই হয়।’
ঠিক কী বলেছেন করণ সিং গ্রোভার?
করণ বলেন, 'ব্রেকআপ বা ডিভোর্সের মধ্যে তো আর ভালো কিছু নেই। হ্যাঁ, পরে যখন মানুষ বুঝতে পারে তখন তাঁরা সামনের দিকে এগিয়ে যায়। তাঁরা বুঝতে পারে যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে। এটাই একটা ভালো দিক। তবে আমার জীবনে ঘটে যাওয়া এইসমস্ত নানান কথা নিয়ে আমি কখনওই কারও সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করিনি। কারণ আমিও আশা করি না যে অন্য লোকজন এসে আমার সঙ্গে তাঁদের জীবনে ঘটে যাওয়া নানান কঠিন ঘটনা নিয়ে কথা বলবে। এটা আমার মূল উদ্দেশ্য নয়। আমি কিছু ভালবাসা এবং আনন্দ ছড়িয়ে দিতে চাই। প্রত্যেকেরই সমস্তকিছুর মোকাবিলা করার জন্য নিজস্ব কিছু পদ্ধতি আছে, যে যার নিজের মতো করে সবকিছু সামলে ওঠে। তাই এসমস্ত ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা কাম্য।
‘বিপাশার জন্যই আজ আমি নিজেকে চিনেছি’
স্ত্রী বিপাশা বসু প্রসঙ্গে করণ সিং গ্রোভার বলেন স্ত্রী বিপাশার জন্যই আজ আমি নিজেকে চিনেছি। আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। সবথেকে বড় পরিবর্তন হল আমার জীবনের নিশাচর সত্ত্বা। আমি এখন ভোর ৫টায় ঘুম থেকে উঠি, প্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার ইচ্ছাও আমার মধ্যে তৈরি হয়েছে।
প্রসঙ্গত, করণ সিং গ্রোভার প্রথম বিয়ে করেছিলেন ২০০৮ সালে শ্রদ্ধা নিগমকে। বিয়ের ১ বছরের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায়। এরপর
২০১৫ সালে 'অ্যালোন' ছবির সেটে অভিনেতা বিপাশা বসুর সঙ্গে পরিচয় হয় করণের। ২০১৬ সালের ৩০ এপ্রিল গাঁটছড়া বাঁধেন এই জুটি। ২০২২ সালের নভেম্বরে কন্যা দেবীকে স্বাগত জানান তাঁরা। বিপাশাকে বিয়ে করার আগে করণ সিং গ্রোভার দু'বার বিয়ে করেছিলেন। ২০০৮ সালে অভিনেত্রী শ্রদ্ধা নিগমকে বিয়ে করেন করণ। তারপরে তিনি অভিনেতা জেনিফার উইঙ্গেটের সাথে ডিল মিল গায়ের সেটে দেখা করেছিলেন এবং ডেটিং শুরু করেছিলেন। ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন এবং বিয়ের ১০ মাস পর বিবাহবিচ্ছেদের আবেদন করেন তারা। এরপর ‘দিল মিল গয়ে’ সিরিয়ালে কাজ করতে গিয়ে জেনিফার উইঙ্গেটের সঙ্গে আলাপ হয় করণের। তবে বিয়ের ১০ মাসের মধ্যে তিক্ততার মধ্যে সেই বিয়ে ভেঙে যায়।
করণ সিং গ্রোভারকে শেষ দেখা গিয়েছিল হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত 'ফাইটার' ছবিতে।