বাংলা নিউজ > বায়োস্কোপ > Karan V Grover: লাখো তরুণীর মন ভেঙে চুপিচুপি বিয়ে করলেন টেলিপর্দার হার্টথ্রব নায়ক, দেখুন ছবি

Karan V Grover: লাখো তরুণীর মন ভেঙে চুপিচুপি বিয়ে করলেন টেলিপর্দার হার্টথ্রব নায়ক, দেখুন ছবি

,বিয়ে করলেন করণ গ্রোভার

কালার্সের জনপ্রিয় শো ‘উড়ারিয়াঁ’ খ্যাত তারকা করণ ভি গ্রোভার সাত পাকে বাঁধা পড়লেন। দেখুন বিয়ের ছবি। 

কেকে-র মৃত্যুর খবরে বিনোদুনিয়ায় শোকের আবহ। তবে এর মাঝেই সুখবর এল। টেলিভিশনের হার্টথ্রব নায়ক করণ ভি গ্রোভার সিঙ্গল তকমা ঘোচালেন। দীর্ঘদিনের বান্ধবী পপ্পি যব্বলকে (Poppy Jabbal)-কে বিয়ে করলেন এই পঞ্জাবি মুন্ডা। ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে লাখো তরুণীর মন ভাঙেন করণ। বিয়ে নিয়ে এতদিন টুঁ শব্দটিও করেননি ‘উড়াড়িয়াঁ’ তারকা।

বিয়েতে কেমন সাজলেন দুজনে? করণ পরেছিলেন হালকা গোলাপি রঙা শেরওয়ানি, মাথায় গাঢ় গোলাপি পাগড়ি। করণ-পত্নী পপ্পি সেজেছিলেন একদম একই রঙা লেহেঙ্গা চোলিতে। বিয়ের ছবি শেয়ার করে করণ লেখেন, ‘মে ডে! মে ডে!! অবশেষে আমরা বিয়েটা করেই ফেললাম’।

গত ৩১শে মে সাত পাক ঘুরেছেন দুজনে। জানা গিয়েছে হিমাচল প্রদেশে একদম ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তাঁরা। বিয়েতে উপস্থিত ছিলেন করণের কাছের বান্ধবী শামা সিকন্দর। বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে শামা।

বিয়েটা চুপিসাড়ে করলেও টেলিপাড়ার বন্ধুদের জন্য গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করবেন করম-পপ্পি, এমনটাই জানা যাচ্ছে। হিন্দি টেলিভিশন দুনিয়ায় প্রায় ২ দশক দীর্ঘ কেরিয়ার করণের। জি টিভির ‘ইঁয়া মেয় ঘর ঘর খেলি’ ধারাবাহিকের সুবাদে রাতারাতি তারকার তকমা পেয়েছিলেন করণ। বর্তমানে কালার্সের ‘উড়ারিয়াঁ’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। অভিনেতার স্ত্রীও পেশায় অভিনেত্রী। 

 

 

 

বন্ধ করুন