বাংলা নিউজ > বায়োস্কোপ > Aditya vs Hrithik: হৃতিকের চেয়েও ভালো ডান্সার রানির বর! আদিত্য একনাগাড়ে প্রতিযোগিতায় হারিয়েছেন বলি-নায়ককে

Aditya vs Hrithik: হৃতিকের চেয়েও ভালো ডান্সার রানির বর! আদিত্য একনাগাড়ে প্রতিযোগিতায় হারিয়েছেন বলি-নায়ককে

হেরে যেতেন হৃতিক

হৃতিকের চেয়েও ভালো নাচতেন রানির বর! অতীতের অজানা কথা ফাঁস করলেন ডিডিএল-জে পরিচালকের ছেলে বেলার বন্ধু করণ-অভিষেক।

মিডিয়া হোক বা সোশ্যাল মিডিয়া, সব জায়গা থেকেই অদৃশ্য থাকতে ভালোবাসেন আদিত্য চোপড়া। যশ রাজ ফিল্মসের কর্ণধারের হাতো গোনা ছবি দেখা যায় নেটমাধ্য়মে। কারণ লাইমলাইট মোটে পছন্দ নয় ‘ডিডিএলজে’ পরিচালকের, তিনি খুবই ব্যক্তিগত মানুষ। তবে আশ্চর্যের বিষয় হল নেটফ্লিক্সের নতুন ডকু-সিরিজের  সুবাদে ক্যামেরার সামনে ধরা দিলেন  রানির স্বামী। ‘দ্য রোম্যান্টিকস’এ আদিত্যর উপস্থিতি ঘিরে অভিষেক বচ্চনকে বলতে শোনা গিয়েছে, ‘আদিত্য চোপড়া গুজবের নাম। উনি আদতে এক্সিট করেন না’। হ্যাঁ, এতটাই ব্যক্তিগত মানুষ আদিরার বাবা। 

যশ রাজ ফিল্মসের উদযাপন 'দ্য রোম্যান্টিকস'। যশ চোপড়া এবং তাঁর সুযোগ্য উত্তরাধিকারী আদিত্য চোপড়ার জার্নি উঠে এসেছে এই ডকু-সিরিজে। যার এক্সকিউটিভ প্রোডিউসারের চরিত্রে রয়েছেন উদয় চোপড়া। সিরিজের দ্বিতীয় এপিসোডে আদিত্য চোপড়ার এক গোপন ট্যালেন্টের কথা ফাঁস করে দিলেন পুরোনো বন্ধু করণ জোহর এবং হৃতিক রোশন। আদিত্য চোপড়ার ছবির অন্ধ ভক্তও হয়ত পরিচালক-প্রযোজক সম্পর্কে এই রহস্য জানে না। 

করণ জানান, ছেলেবেলায় পরস্পরের জন্মদিনে তাঁরা আমন্ত্রিত থাকবেন। বলিউড পরিবারের অংশ হওয়ার সুবাদে একসঙ্গেই বড় হয়েছেন হৃতিক-অভিষেক-আদিত্য-করণরা। করণ জানান, সেই জন্মদিনের পার্টিতে নাচের কম্পিটিশন ছিল মাস্ট, আর সেই প্রতিযোগিতায় বরাবর বিজয়ীর শিরোপা উঠত আদিত্যর মাথায়, হৃতিক দ্বিতীয় স্থানে আটকে যেতেন। 

অভিষেক বচ্চনের কথায়, ‘ জন্মদিনে যে নাচের প্রতিযোগিতা চলত সেখানে দুজনের রাজত্ব চলত। দুজনেই পরস্পরের কড়া প্রতিদ্বন্দ্বী। দুরকমের নাচের শৈলী। বছরের পর বছর সব নাচের প্রতিযোগিতা যে ছেলেটা জিততো সেটা আদিত্য চোপড়া, দ্বিতীয় স্থান পেত হৃতিক রোশন!’। 

অভিষেক আরও বলেন, পার্টিতে পা রাখার সঙ্গে সঙ্গেই আদিত্য আর হৃতিকের লড়াই শুরু হয়ে যেত। বচ্চন পুত্র বলেন, ‘যেই মুহূর্তে পার্টিতে দুজনে ঢুকল, ব্যাস! ওরা দুজনে এমনভাবে তাকাতো পরস্পরের দিকে…. ভেবেছিলাম আদিত্য বরাবর ওইরকমই নাচবে। কী জানি বড় হয়ে কী ঘটল’। 

২০১৪ সালে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাাকে বাঁধা পড়েন আদিত্য, তাঁদের এক মাত্র মেয়ে আদিরা। নেটফ্লিক্সের ডকুৃ-সিরিজে সাদা গোঁফ-দাড়িতে আদিত্যর লুক চমকে দিল সকলকে! পরিচালক হিসাবে তাঁর শেষ কাজ ছিল ‘বেফিকরে’। 

 

বন্ধ করুন