বাংলা নিউজ > বায়োস্কোপ > বিছানায় ব্রেকফাস্ট সারছেন সইফ, পাশে তৈমুর; বাবা-ছেলের ছবি দেখে মুগ্ধ কঙ্গনা

বিছানায় ব্রেকফাস্ট সারছেন সইফ, পাশে তৈমুর; বাবা-ছেলের ছবি দেখে মুগ্ধ কঙ্গনা

সইফ-তৈমুরের ছবিতে কঙ্গনার মন্তব্য

শীতের সকালে সইফের প্রাতঃরাশ থেকে তৈমুরের আঁকার খাতা, ঘরোয়া ছবি শেয়ার করলেন অভিনেত্রী করিনা কাপুর খান।

গত সপ্তাহে করোনা থেকে সেরে উঠেছেন অভিনেত্রী করিনা কাপুর খান। এরপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পার্টি করে বেরাচ্ছেন তিনি। দিদি করিশ্মা কাপুরের বাড়িতে কিছুদিন আগে পার্টি করেছিলেন, সেই ছবি নেটমাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে। 

বৃহস্পতিবার সাত সকালে বড় ছেলে তৈমুর এবং স্বামী সইফ আলি খানের একটি ছবি শেয়ার করেন বেবো। তারা দুজনে খাটে বসে যে যার নিজের কাজে ব্যস্ত। সইফের সামনে প্রাতঃরাশ রাখা। হাতে ফোন নিয়ে বসে অভিনেতা। অন্যদিকে বিছানায় শুয়ে একমনে আঁকায় ব্যস্ত তৈমুর। শীতের সকালে পরিবারের সঙ্গে তিনি কীভাবে সময় কাটাচ্ছেন, তা ছবির মাধ্যমে তুলে ধরেন করিনা। সইফকে আকাশি রঙের টি-শার্টে দেখা গেছে। নীল রঙের নাইট স্যুট পরে রয়েছেন খুদে তৈমুর।

ক্যাপশনে করিনা জানিয়েছেন, ছবি তোলার সময় সইফ করিনাকে প্রশ্ন করছিলেন, ‘বেবো তুমি ইনস্টাগ্রামের জন্য আবার ছবি তুলছ?’ অভিনেত্রী নাকি ততক্ষণে ছবি তুলে ফেলেছিলেন।

কঙ্গনার প্রশংসা
কঙ্গনার প্রশংসা

বাবা-ছেলের এই ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেন। সইফের ‘রেঙ্গুন’ সিনেমার সহ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত কমেন্ট সেকশনে প্রশংসা জানিয়ে লিখেছেন ‘সুন্দর’। সঙ্গে লাল হদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। 

 

 

বন্ধ করুন