অভিনেত্রী করিনা কাপুরদেখা দিলেন হাই-এন্ড বিলাসবহুল ব্র্যান্ডBvlgari দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে। রিয়া কাপুরের স্টাইল করা একটি ঝকঝকে অফ-শোল্ডার পোশাকে হলিউডের গ্ল্যামারকে উজ্জীবিত করলেন তিনি। এই ইভেন্টে অংশগ্রহণ করতে পেরে'আনন্দিত' করিনা। ইনস্টাগ্রামে শেয়ার করলেন ইভেন্টের অপূর্ব সব ছবি।
আরও পড়ুন: (ভারতের প্রথম দলিত ক্রিকেট খেলোয়াড়ের জীবনী বর্ণনা দিতে আসছে অজয়-তিগমাংশু)
করিনা ব্র্যান্ডটির নতুন পারফিউম রেঞ্জ Bvlgari Allergra এর লঞ্চে অংশগ্রহণ করেন। ইভেন্টে তোলা ছবি শেয়ার করে, তিনি ক্যাপশনে লেখেন, ‘BvlgariAllegra এবং#LeGemme-এর আইকনিক লঞ্চে ব্র্যান্ডের অংশ হিসেবে@bvlgari-এর অংশ হতে পেরে আনন্দিত।ধন্যবাদ@bvlgari কে একটি অবিশ্বাস্যভাবে সুন্দর বিকেলের জন্য ধন্যবাদ। আসুন তাদের এই হাই-এন্ড কালেকশন লঞ্চে নিজেদের মিলিয়ে নিই!’
ছবিগুলির মধ্যে একটিতে দেখা যাচ্ছেকরিনাফুলের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।Bvlgari-এর লোগো লাগানো সেই ফুলের দেয়ালে। তাঁর পরনে ভিভিয়েন ওয়েস্টউডের পোশাক এবং স্যাভলিন কৌর মানচন্দার করা চকচকে মেকআপ। অপর একটি ছবিতে তিনি ব্র্যান্ডের টিমের সঙ্গে পোজ দিচ্ছেন। পাশাপাশি ফিতা কাটার মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি।
আরও পড়ুন: (একইসঙ্গে সাবলীলভাবে ৪ ভাষা বলছেন! শ্রদ্ধার প্রতিভায় মুগ্ধ ভক্তরা)
কারিনাকে এতটাই মোহময়ি লাগছিল যে ভক্তরা হার্ট ইমোজি দিয়ে তাঁর কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছে। একজন কমেন্ট করেছেন,‘রাণী’,অপর একজন ভক্ত লিখেছেন, ‘চমৎকার’। একজন ভক্ত ভেবেছিলেন যে তিনিকভি খুশি কাভি গম-এর চরিত্রের মতো দেখতে লাগছেন,‘পু ভাইবস দিচ্ছেন।’ অন্য একজন লিখেছেন, ‘ডিজনি!যত তাড়াতাড়ি সম্ভব একজন রাজকুমারী হিসাবে আপনাকে কাস্ট করতে হবে।’
অম্বানি গালাতে যাচ্ছেন করিনা
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রি-ওয়েডিং ব্যাশের জন্য ইতালিতে উড়ে যাওয়ার আগে বুধবার মুম্বাই বিমানবন্দরে অসংখ্য বলিউড সেলিব্রিটিদের দেখা গিয়েছিল। করিনাকে ইতালি এবং ফ্রান্স জুড়ে যাত্রা করা ক্রুজে অংশ নিতে দেখা গেছে। অনুষ্ঠানটি ২৯শে মে থেকে ১লা জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সারা আলি খান, ইব্রাহিম আলি খান, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে, করণ জোহর, দিশা পাটানি এবং করিশমা কাপুরও অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়েছেন।