করিনা আর ফ্যাশন, এই দুই যেন একে অপরের পরিপূরক। সম্প্রতি বিমানবন্দরে নিজের লুক দিয়ে চমকে দিলেন সকলকে। তিনি এমন একটা লুক সেজেছিলেন, যা আচমকাই আও একবার তাঁর অনুরাগীদের ক্লাসিক ফিল্ম ‘জব উই মেট’ এর জনপ্রিয় প্রিয় চরিত্র গীত কৌর ধিলোনের কথা মনে করিয়ে দিল। এই গীতের ভূমিকায় দেখা যায় করিনাকে। ছবিটি রিলিজের সতেরো বছর পর, আবারও করিনাকে সেভাবেই দেখা গেল।
একটা ঢিলেঢালা সাদা কুর্তায় দেখা গেল বেবোকে। সঙ্গে ছিল ট্রেন্ডি বেল-বটম ডেনিম এবং গলায় ছিল একটি মাল্টি-কালার স্টোল। ছবিতে পাঞ্জাব মেইলে চড়ার স্মরণীয় সেই যাত্রার সময় গীতের সেই মনোমুগ্ধকর স্টাইলটিই যেন আবার তুলে ধরলেন বেবো। ছবির গল্পে সেই ট্রেনেই তিনি আদিত্য কাশ্যপের (শাহিদ কাপুর) সঙ্গে প্রথম মুখোমুখি হন।
নস্টালজিক পোশাকটি ভক্তদের জন্য একটি প্রিয় স্মৃতি মনে করিয়ে দিয়েছে। নিজের সিগনেচার লুককে করিনা যেকোনও সময় অকপটে তুলে ধরতে পারেন, তার হদিশ দিলেন আবারও।
আরও পড়ুন: ('লক্ষ্মী এল ঘরে'! হাসপাতাল থেকেই সদ্যোজাত মেয়ের সঙ্গে সকলের আলাপ করালেন প্রিন্স-যুবিকা)
এটি বিশ্বাস করা কঠিন যে ছবিটি মুক্তির পর প্রায় দুই দশক পার গিয়েছে। গীতকে আরও একবার সকলের সামনে তুলে ধরে নিজের অনবদ্য ফ্যাশন সেনসের পাশাপাশি চরিত্রটির স্থায়ী প্রভাবকেও স্পষ্ট করলেন তিনি।
মনে হল সেই প্রিয় গীত-ই যেন হেঁটে চলে গেল বিমানবন্দর দিয়ে। তাঁর আরামদায়ক কুর্তা এবং বেল-বটম জিন্সগুলি শুধু রেট্রো ফ্যাশন ট্রেন্ডকেই আরও একবার তুলে ধরেনি, গীতের সেই এনার্জিও যেন তাঁর মধ্যে আরেকবার ফুটে উঠল। উজ্জ্বল হলুদ স্নিকার্স দিয়ে করিনা লুকটি টিম আপ করেছেন। মজাদার সংলাপ এবং স্মরণীয় মুহুর্তগুলির জন্য পরিচিত এই ছবিটি ভক্তদের হৃদয়ে একটি বিশেষ স্থান ধরে রেখেছে।
ভাবলেই অবাক লাগে যে সময় কত দ্রুত বয়ে যায়, তবুও করিনার এই আইকনিক লুক, বলিউডে ছবিটির একটি স্থায়ী জায়গা তৈরি করেছে। তবে সময় যতই পেরোক না কেন, করিনা কাপুর কিন্তু রিল কিংবা রিয়েল লাইফ দুইদিকই সমান তালে বজায় রাখছেন অকপটে। বয়সের বা মাতৃত্বের কোনও খারাপ প্রভাব তিনি নিজের শরীরে আঁচ ফেলতে দেননি। আর তাই ১৭ বছর পরেও যেন গীতকে পর্দায় নয়, বাস্তব জীবনে দেখতে পেলেন সকলে।
কিছুদিন আগেই তিনি ৪৪ বছরে পা রেখেছেন। তাঁকে শেষবার বাকিংহাম মার্ডারসে দেখা গিয়েছে। এছাড়া এই বছর মুক্তি পাওয়া তাঁর ক্রু ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছিল। আগামীতে তাঁকে রোহিত শেট্টির সিংঘম এগেন ছবিতে দেখা যাবে অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং প্রমুখের সঙ্গে।