বাংলা নিউজ > বায়োস্কোপ > Kareena Kapoor Khan: জুতো খাচ্ছেন না কেক, ঘেঁটে ঘ করিনা! নেটিজেনের টিপ্পনী, ‘আপনি ওটারই যোগ্য়’

Kareena Kapoor Khan: জুতো খাচ্ছেন না কেক, ঘেঁটে ঘ করিনা! নেটিজেনের টিপ্পনী, ‘আপনি ওটারই যোগ্য়’

জুতোর মতো দেখতে কেক কেটে ট্রোলের মুখে করিনা কাপুর খান।

ফিজি গবলেটের ফুটওয়্যারের প্রচারে বেশ বিন্দাস মুডেই পাওয়া গেল করিনাকে। দুটি স্লিপার (চপ্পল) দেওয়া হয়েছিল এবং তাঁকে অনুমান করতে বলা হয় কোনটি স্লিপার এবং কোনটি আসল কেক। দেখুন ভিডিয়ো-

করিনা কাপুর খান বরাবরই ‘ফুল অফ লাইফ’, অন্তত এই ভাইরাল ভিডিয়োটা দেখে আপনিও তেমনটাই বলবেন। এক ইভেন্টে যোগ দিতে গিয়ে জুতোর শেপের কেক কাটেন তিনি। আর তা নিয়েই আপাতত জমিয়ে ট্রোল করছে নেট-নাগরিকরা।

অভিনেত্রীকে দুটি স্লিপার (চপ্পল) দেওয়া হয়েছিল এবং তাঁকে অনুমান করতে বলা হয় কোনটি স্লিপার এবং কোনটি আসল কেক। করিনা অনেক দেখে সঠিকটাই বেছে নেন। এবং জুতো কেক হাতে তুলে তাঁর প্রতিক্রিয়া ‘আমি এটা খেতে ভয় পাচ্ছি।’ এমনকী কাটার পর জুতোর শেপের কেকের টুকরোটি শুঁকেও দেখেন।

এই ইভেন্টে কমলা রঙের ওয়াল শোল্ডার লং ড্রেস পরেছিলেন করিনা কাপুর খান। ফিজি গবলেটের ফুটওয়্যারের প্রচারে বেশ বিন্দাস মুডেই পাওয়া গেল অভিনেত্রীকে। করিনার কাটা এই হাইপার-রিয়ালিস্টিক কেক ইন্টারনেট ব্যবহারকারীদের চোখও কপালে তুলে দিয়েছে।

পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যবহারকারী মন্তব্যে করেছেন, ‘কেকের কাছে স্যান্ডেল রাখে, এটা তো অস্বাস্থ্যকর’। অপরজন লিখলেন, ‘করিনা মাঝে মাঝে যে ধরনের কথা বলে, তাতে উনি জুতো খাওয়ারই যোগ্য’। তৃতীয়জন আবার লিখলেন, ‘এসব ভুলভাল কথা ফেলে রেখে আমরা কি একটু সময় নিয়ে কেক তৈরির প্রশংসা করতে পারি?’

একাংশ আবার করিনাকে এই পোশাকে দেখে তাঁকে বডি শেম করতে ছাড়েনি। কেউ তাঁর ‘মোটা হাত’ নিয়ে সমালোচনা করেছেন, তো কেউ আবার ‘মুখে পড়া বলিরেখা’ নিয়ে।

এক সপ্তাহের বেশি সময় আফ্রিকায় পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে সদ্য মুম্বইতে ফিরেছেন করিনা। এই ট্রিপে তাঁর সঙ্গী ছিলেন সইফ আলি খান ও দুই ছেলে তৈমুর আর জাহাঙ্গীর।

কারিনাকে শেষ দেখা গিয়েছিল আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। এরপর ভক্তরা তাঁকে রিয়া কাপুরের আসন্ন ছবি ‘দ্য ক্রু’-তে দেখতে পাবেন। যে সিনেমায় তিনি ছাড়াও অভিনয় করেছেন কৃতি শ্যানন, দিলজিৎ দোসাঞ্জ এবং টাবু। মুক্তির অপেক্ষায় সুজয় ঘোষের পরবর্তী থ্রিলার ফিল্ম, যা ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’ বইয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে বিজয় ভার্মা এবং জয়দীপ আহলাওয়াতও অভিনয় করেছেন। পাইপলাইনে রয়েছে পরিচালক হনসল মেহতার পরবর্তী শিরোনামহীন সিনেমা।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বায়োস্কোপ খবর

Latest News

১৫ নভেম্বর থেকে সোজা পথে শনির চলন, ৫ রাশির সময় বদলাবে, হবে চাকরি ‘পুজো একসঙ্গেই কাটবে! অষ্টমীতেও…’, রোহনের সঙ্গে কী প্ল্যান, জানালেন অঙ্গনা বিয়ের পাকা কথা অতীত! ইনস্টায় পরস্পরকে আনফলো, ফের প্রেম ভাঙল ফুলকির নায়কের? কিউয়িদের কাছে বিশাল ব্যবধানে হার…খাদের কিনারায় স্মৃতিরা! সেমির রাস্তা কতটা কঠিন? পুজোর কথা মাথায় রেখে আজ থেকে বাড়তি মেট্রো গঙ্গার নীচ দিয়ে, জেনে নিন সময়সূচি ‘এভাবে বিশ্বকাপ শুরু হবে আশা করিনি,’রবিবারের পাক ম্যাচের আগে বিপর্যস্ত হরমনপ্রীত আরজি কর নিয়ে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন! ‘হাত পা ঠান্ডা হচ্ছে’, লিখলেন সুদীপ্তা ২ দশক পর দামোদর নদে ধরা পড়ল ইলিশ, নিলামে তোলা হলে কত দাম পেল সেই মাছ? ‘এটাই কামব্যাক ম্যাচ ছিল! পাওয়ালপ্লেতেই টার্গেট করে জিতেছি’! বললেন কিউয়ি অধিনায়ক নারী স্বাধীনতার মানে পতাকা নিয়ে রাস্তায় নেমে যাওয়া নয়: পাওলি দাম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.