'পু' চরিত্রে ফের একবার দেখা মিলল করিনা কাপুর খানের! অভিনেত্রীর নতুন বাণিজ্যিক বিজ্ঞাপনে ২০০১ সালের হিট সিনেমা 'কভি খুশি কভি গম'-এর আইকনিক চরিত্রে তাঁকে দেখানো হয়েছে। বিজ্ঞাপনে করিনা পু-কে ফিরিয়ে আনেন বেবোর চরিত্রে।
সিনেমার মতোই, বিজ্ঞাপনে করিনাকে দুই বান্ধবীর সঙ্গে হাঁটতে দেখা যায়। হোটেলের রুম চেক আউট করছেন। বিজ্ঞাপনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসার পরই নেটিজেনরা 'পু' করিনাকে দেখা উত্তেজিত হয়ে পড়েন। আরও পড়ুন: ‘থেরাপির সুবিধা নিচ্ছি’, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে মুখ খুলেছেন আমির-ইরা
পু হয়ে ফিরলেন করিনা
কারিনা কাপুর খান ১০ অক্টোবর মঙ্গলবার ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের ভিডিয়ো শেয়ার করেছেন। একটি কমলা রঙের ব্লেজার এবং নীল রঙের ডেনিম জিনস পরে ভিডিয়োতে দেখা গিয়েছে করিনাকে। হোটেলের করিডর দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। প্রথম রুমটিকে ২.৫ রেটিং দেন এবং এগিয়ে যান। দ্বিতীয় ঘরের দুর্গন্ধ দেখে অভিনেত্রী বলেন, 'মাইনাস'। তৃতীয় রুম দেখে চিৎকার করে বলে ওঠেন 'কিছু মনে করো না'। দেখুন ভিডিয়োটি-
পরের দৃশ্যে অভিনেত্রী তাঁর বান্ধবীদের জিজ্ঞেস করেন, তাঁদের বাজেটের মধ্যে কোনও ভালো জায়গা আছে কিনা। তারা সমস্বরে উত্তর দেয়, ‘বেবো, go goibibo’। করিনা সন্তুষ্ট বোধ করেন এবং ভালো হোটেল রুম পরিদর্শন করেন এবং 'ফুল মার্কস' দেন।
GOIBIBO-এর নতুন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর করিনা
বাণিজ্যিক ভিডিয়োটি হোটেল বুকিং ওয়েবসাইটের জন্য। ওয়েবসাইটের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজের শেয়ার করা পোস্টে তার এক পুরনো অনুরাগীর টুইট পোস্ট করেছেন। যিনি GOIBIBO-এর কাছে আবদার করেছিলেন, করিনা কাপুর খানকে তাঁদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করার জন্য।

নেটিজেনের আবদার রাখল GOIBIBO
ভক্তদের প্রতিক্রিয়া
কারিনার ভক্তরাও একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন বিজ্ঞাপনে। একজন ভক্ত লিখেছেন, ‘ইয়ে কৌন হ্যায় জিসনে মুজসে বুকিং নেহি কিই’। অন্য একজন ভক্ত লিখেছেন, ‘পু ফিরে এসেছে যেন আগে কখনও কিছু হয়নি’। তৃতীয় একজন লিখেছেন, ‘এর চেয়ে ভালো কিছু হতে পারত না’। একজন ভক্ত লিখেছেন, ‘সব ঠিক আছে, কিন্তু আমি মনে করি করিনার পু ও গীত থেকে বেরিয়ে আসা উচিত, এখন শুধু এই স্টেরিওটাইপিং জিনিসগুলি মেনে নিয়ে নতুন কিছু চেষ্টা করলে আরও ভালো হয়’।

করিনার ভিডিয়োতে নেটিজেনের মন্তব্য

করিনার ভিডিয়োতে নেটিজেনের মন্তব্য
লাল সিং চাড্ডা-র পর আমির খানের মতো লম্বা বিরতি নেন করিনা কাপুরও। যার মধ্যে প্রধান কারণ অবশ্যই দ্বিতীয় প্রেগন্যান্সি। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তান জেহ-র জন্ম দেন করিনা কাপুর। সম্প্রতিই নেটফ্লিক্সে মুক্তি পয়েছে থ্রিলার ‘জানে জান’। যা দিয়ে ওয়েব ডেবিউ করেন অভিনেত্রী। এই সিনেমার পরিচালক ছিলেন সুজয় ঘোষ। ছবিতে করিনা কাজ করেন বিজয় জয়দীপ আহালওয়াত, বিজয় বর্মা। তবে পরপর ছবি এখন করিনার হাতে। যার মধ্যে রয়েছে দ্য বাকিংহাম মার্ডারস, দ্য ক্রু-এর মতো সিনেমা।