ছেলের স্কুলের প্রথম অনুষ্ঠান, বাবা-মা থাকবেন না, তাও কি হয়! সন্তানকে স্টেজে উঠে পারফর্ম করতে দেখতে কার না ভালো লাগে! জেহ-র স্কুলের প্রথম অনুষ্ঠানে তাই পৌঁছে গিয়েছিলেন সইফ-করিনা দুজনেই। হাজির ছিল বড় দাদা তৈমুরও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো ক্লিপ।
সোশ্যালে উঠে আসা ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে, হালকা আকাশি রঙের ড্রেসে, মাথায় এলিফ্যান্ট টুপি পরে সেজেছে ছোট্ট জেহ (জাহাঙ্গীর আলি খান)। মিউজিকের সঙ্গে হাত নেড়ে নেড়ে পারফর্ম করতে দেখা যাচ্ছে তাকে। তার পাশে দেখা যাচ্ছে আরও এক খুদেকেও। সেও জেহ-র মতোই পোশাক পরেছে। অপরদিকে দর্শকাসন তখন ছিল বেশ ভিড়ে ঠাসা। তারই মধ্যে দেখা মিলল করিনার। ছেলেকে উৎসাহ দিতে ভিড়ের মধ্যেই হাত নাড়তে দেখা গেল তাঁকে। ছোট্ট জেহকেও তখন স্পটলাইট পেয়ে বেশ খুশিই দেখাচ্ছিল। বেবোও ছেলেকে ক্রমাগত উৎসাহ দিতে থাকলেন। প্রসঙ্গত বর্তমানে নীতা মুকেশ আম্বানি জুনিয়র স্কুলের ছাত্র জেহ। অন্যদিকে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র হল তৈমুর।
ভিডিয়োটি শেয়ার করে X-হ্যান্ডেলে একজন লিখেছেন, ‘করিনা একজন গর্বিত মা, সইফ,টিম (তৈমুর) সকলেই জেহের স্কুলের অনুষ্ঠানে উপস্থিত। তারাও যে এক পরিবার।’
আরও পড়ুন-‘যা যা বলে দে, তোর বাপ এসেছে…’, 'খাদান'ট্রেলারে মারকাটারি অবতারে দেব, আর যিশু?
ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক নেটিজেন লিখেছেন, ‘জেহ আর করিনার ভিডিয়ো দেখে হঠাৎ করেই আমারও মা হতে ইচ্ছে করল।’ আরও একজন লিখেছেন, ‘বেবো খুব সুন্দর একটা জীবন বেছে নিয়েছেন।’ এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।
প্রসঙ্গত, এই মুহূর্তে করিনার ছোট ছেলে জেহ-র বয়স সাড়ে ৩ বছর। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ৩ বছরে পা দিয়েছে সইফ-করিনার ছোট ছেলে। আর করিনার বড় ছেলে তৈমুরের জন্ম হয়েছিল ২০১৬ সালের ২০ ডিসেম্বর। তৈমুর এখন ৭ বছরের। দুই সন্তানের মা হওয়ার পরও কাজ ও সংসার দুটোই সুন্দরভাবে সামলাচ্ছেন করিনা। অভিনেত্রী বরাবরই কাজ ও মাতৃত্বের মধ্যে সময় ভাগ করে নেওয়ার কথা বলে এসেছেন। আবার মাঝে মধ্যেই দুই সন্তানকে নিয়ে বেড়াতে চলে যেতেও দেখা যায় সইফ-করিনাকে। এদিকে আবার কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই করিনাকে মেঘনা গুলজারের হিন্দি ছবি 'দায়রা'-তে দেখা যাবে।