বাংলা নিউজ > বায়োস্কোপ > জেহ-র জন্মের পর ফের শ্যুটিং ফ্লোরে করিনা! ফিরলেন 'লাল সিং চাড্ডা'-র কাছে

জেহ-র জন্মের পর ফের শ্যুটিং ফ্লোরে করিনা! ফিরলেন 'লাল সিং চাড্ডা'-র কাছে

'লাল সিং চাড্ডা'-র পোস্টারে করিনা। (ছবি সৌজন্যে - ফেসবুক)

এবার ফের একবার ' লাইট, ক্যামেরা, অ্যাকশন' এর দুনিয়ায় ফিরলেন 'মাম্মা' করিনা। সঙ্গে রয়েছে তাঁর 'ভালোবাসার মানুষেরা'।

কিছুদিন আগেই ছয় মাস পূর্ণ করেছে সইফ আলি খান এবং করিনা কাপুর খানের দ্বিতীয় সন্তান জেহ ওরফে জাহাঙ্গির আলি খান। আগেই ছবির শ্যুটিংয়ে ফিরেছিলেন সইফ। এবার ফের একবার ' লাইট, ক্যামেরা, অ্যাকশন' এর দুনিয়ায় ফিরলেন 'মাম্মা' করিনা। সঙ্গে রয়েছে তাঁর 'ভালোবাসার মানুষেরা'।

'লাল সিং চাড্ডা'-র সেটে নিজের 'ভালোবাসা মানুষদের' সঙ্গে করিনা। (ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)
'লাল সিং চাড্ডা'-র সেটে নিজের 'ভালোবাসা মানুষদের' সঙ্গে করিনা। (ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)

আমির খানের আগামী ছবি 'লাল সিং চাড্ডা'-র সেটে ফের একবার হাজির হলেন করিনা। সেখান থেকে দু'টি ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন 'বেবো'। একটি ছবিতে দেখা যাচ্ছে ফ্লোরে যাওয়ার আগে চেয়ারে বসে মেকআপ নিচ্ছেন বলি-অভিনেত্রী। অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে নিজের টিমের সঙ্গে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিচ্ছেন তিনি। নিজের টিমের সদস্যদেরই 'ভালোবাসার মানুষ' বলে ছবির ক্যাপশনে উল্লেখ করেছেন 'লাল সিং চাড্ডা'-র নায়িকা।

গত বছর অক্টোবতেই এই ছবির সেট থেকে পাততাড়ি গুটিয়ে নিয়েছিলেন 'বেবো'। সেইসময় গর্ভাবস্থাতেও একটানা শ্যুটিং চালিয়ে গেছিলেন তিনি। ইনস্টাগ্রামের দেওয়ালে ছবির সেট থেকে আমিরের সঙ্গে একটি ছবি পোস্ট করে করিনা লিখেছেইলেন 'লাল সিং চাড্ডা'-র শ্যুটিং সব করোনা সতর্কতা মেনেই শেষ করেছেন তিনি। আরও লিখেছিলেন করোনা অতিমারীর চোখ রাঙানি, তাঁর শারীরিক অবস্থা কোনোকিছুই অদমিয়ে রাখতে পারেনি অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসাকে। ক্যাপশনের একেবারে শেষে 'বেবো' জানিয়েছিলেন ফের দেখা হবে। বর্তমানে, ফের একবার তাই হল।

প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে করিনা জানিয়েছিলেন গর্ভাবস্থায় থাকাকালীন একটা সময় পর্যন্ত কীভাবে তিনি রোজ পতৌদি অর্থাৎ নিজের শ্বশুরবাড়ি থেকে দেড় ঘন্টা গাড়ি চেপে দিল্লিতে আসতেন 'লাল সিং চাড্ডা'-র শ্যুটিংয়ে যোগ দেওয়ার জন্য। একেকটা সময় সারা রাত জুড়েও চলত শ্যুটিং। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা আরও জানিয়েছিলেন সেইসময়ে গাড়িতে করে তাঁর সঙ্গে সইফ এবং ছোট্ট তৈমুরও আসতো। তবে এসব সত্বেও দারুণ আনন্দ করে এই ছবির শ্যুটিং সেরেছিলেন তিনি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.