বক্স অফিসে করিনা কাপুর খানের শেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ তেমন একটা খেলা দেখাতে পারেনি। সদ্য ওটিটিতেও মুক্তি পেয়েছে আমির খান-করিনা কাপুর খান অভিনীত এই ছবি। ফের একবার নতুন উদ্যম নিয়ে বেবো। নতুন ছবির শ্যুটিং করতে লন্ডন উড়ে গিয়েছেন নায়িকা। সঙ্গে রয়েছে একরত্তি ছোট ছেলে জেহ।
করিনার এই ছবির পরিচালকের আসনে রয়েছেন 'স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি' খ্যাত হনসল মেহেতা। শিরোনামহীন ছবিটির শ্যুটিং শুরু হয়েছে লন্ডনে এবং দুটি শিডিউলে। ছবির শ্যুটিং শেষ করে পরিবারের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে দেশে ফিরে আসবেন বেবো। এরপর ফের শ্যুটিংয়ের দ্বিতীয় শিডিউল শুরু করবেন তিনি। আরও পড়ুন: রূপান্তরকামীর ভূমিকায় সুস্মিতা সেন, OTT-তে আসছে গৌরী সাওয়ান্ত-এর বায়োপিক ‘তালি’
করিনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মেকআপ রুম থেকে ছবি শেয়ার করেছেন। প্রথম দিন শ্যুটিং শুরুর আগের মুহূর্তে ধরা দিয়েছেন বেবো। আরও পড়ুন: হিনা, শ্বেতা, ত্রিধা, OTT-তে সবেচেয়ে সাহসী হয়েছেন কারা? দেখুন সেই সব বোল্ড দৃশ্য

একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স প্রযোজনা করবে এই ছবির। অভিনেত্রী হওয়ার পাশাপাশি এই ছবির সহ প্রযোজনা করেছেন বেবো। যদিও আসন্ন চলচ্চিত্রটি সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ করা হয়নি, তবে হনসল মেহতার মতো একজন খ্যাতিমান পরিচালক এবং কারিনা কাপুর খানের মতো তারকা অভিনেত্রীর কাছ থেকে সেরা কিছুর আশা করেছেন ভক্তরা।
মিড-ডে'কে দেওয়া পুরনো এক সাক্ষাৎকারে ছবির কথা বলতে গিয়ে অভিনেত্রী করিনা জানিয়েছেন, ‘একতার সঙ্গে একই ছবিতে প্রযোজক হিসেবে কাজ করতে পেরে আমি গর্বিত। আমি হনসলের ছবির বিরাট ভক্ত, তাই প্রথমবার তাঁর সঙ্গে কাজ করতে পারার একটা বিশেষ আনন্দও হচ্ছে। এই ছবিতে অনেক কিছুই প্রথমবারের মতো হচ্ছে’।
পরিলাচক হনসল মেহেতা ছবি সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছিলেন, ‘একটা জমজমাট থ্রিলার তৈরির আমাদের আসল লক্ষ্য। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে করিনা নিজেও অভিনয় করবে। তিনি যে মাপের অভিনেত্রী তাতে সেই চরিত্রের সঙ্গে সুবিচারই হবে। করিনা তারকা সত্ত্বা এবং প্রতিভার ফাটাফাটি সংমিশ্রণ’।