বাংলা নিউজ > বায়োস্কোপ > Kareena Kapoor Khan: সত্যিই ফের মা হতে চলেছেন? জল্পনার অবসান ঘটালেন করিনা স্বয়ং

Kareena Kapoor Khan: সত্যিই ফের মা হতে চলেছেন? জল্পনার অবসান ঘটালেন করিনা স্বয়ং

মা হচ্ছেন করিনা?

সত্যিই কি মা হতে চলেছেন করিনা? নতুন সদস্য আসতে চলেছে পটৌডি পরিবারে? এই প্রশ্নের উত্তর দিলেন সইফ-পত্নী স্বয়ং।

তৃতীয় বারের জন্য মা হতে চলেছেন করিনা কাপুর খান। দিন কয়েক আগে এমনই গুঞ্জনে উত্তাল ছিল অনুরাগীমহল। একটি ছবিতে অভিনেত্রী ঈষৎ স্ফীতোদর লক্ষ্য করে যাবতীয় জল্পনার সূত্রপাত। আর তা নিয়ে চর্চা যেন থামতে চায় না।

সত্যিই কি মা হতে চলেছেন করিনা? নতুন সদস্য আসতে চলেছে পটৌডি পরিবারে? এই প্রশ্নের উত্তর দিলেন সইফ-পত্নী স্বয়ং।

বুধবার মধ্যরাতে একটি ইনস্টাগ্রাম স্টোরিত তিনি লেখেন, 'পাস্তা আর ওয়াইন খাওয়ায় আমাকে ওরকম দেখাচ্ছিল। আপনারা শান্ত হন। আমি অন্ত:সত্ত্বা নই। উফ। সইফ বলেছে দেশের জনসংখ্যা বৃদ্ধিতে ওর অনেক অবদান।'

করিনার ইনস্টাগ্রাম পোস্ট।
করিনার ইনস্টাগ্রাম পোস্ট।

করিনা যে মা হচ্ছেন না, তা অনুরাগীদের বুঝতে আর বাকি থাকে না। পরিবারের সঙ্গে বিদেশে ছুটি কাটাচ্ছেন তিনি। খুব শীঘ্রই পা রাখতে চলেছেন ওটিটি-তে। এ ছাড়াও আগস্টে মুক্তি পেতে চলেছে তাঁর 'লাল সিং চাড্ডা'।

২০১২ সালে ১৬ অক্টোবর বিয়ে করেন সইফ আলি খান এবং করিনা। ২০১৬ সালে বড় ছেলে তৈমুর খানের জন্ম দেন অভিনেত্রী। ২০২১ সালে তাঁদের জীবনে আসে কনিষ্ঠ পুত্র জেহ। কাজ, সংসার আর কাছের মানুষদের নিয়ে দিব্যি দিন কাটছে তাঁর।

বন্ধ করুন