বড়দিনের সন্ধ্যা বলে কথা। বেশির ভাগ মানুষই পার্টির মেজাজে। বলিউডের তাবড় তারকারাও তাই। কেউ পার্টি করলেন বাড়িতে। কেউ আবার গেলেন অন্য কারও বাড়ি। বা বাইরে কোথাও। কিন্তু একেবারে অন্য রকম ভাবে সন্ধ্যাটা কাটালেন করিনা কাপুর খান। তার ভিডিয়োও পোস্ট করলেন অভিনেত্রী। কীভাবে?
বড়দিনের, মানে রবিবার সন্ধ্যায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন করিনা। সেখানে লিখেছেন, সেরা পদ্ধতিতে ক্রিসমাস কাটালেন তিনি। কী করলেন এদিন? এদিন সইফ আলি খান বাজালেন গিটার। তাঁদের সন্তানরা বাড়িতেই খেলা করল। আর বাড়িতে এলেন কয়েক জন বন্ধু। এভাবেই সন্ধ্যাটা কেটে গেল তাঁদের।
করিনা এর সঙ্গে পোস্ট করলেন সইফ আলি খানের গিটার বাজানোর ভিডিয়োটি। সেটিতে দেখা গেল, রীতমিত দক্ষ হাতে গিটার বাজিয়ে চলেছেন ছোটে নবাব। আর সেই ভিডিয়ো দ্রুত ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
অভিনয় ছাড়াও সইফ আলি খানের আরও বহু গুণের কথা অনেকেই জানেন। তিনি বই পড়তে ভালোবাসেন। তিনি এক সময় ক্রিকেট খেলতেন। এর পাশাপাশি সইফ নিয়মিত গিটারও বাজান। এর আগেও ছবির প্রয়োজনে গিটার বাজানোর বহু দৃশ্যেই তিনি কর্ড মিলিয়ে মিলিয়ে গিটার বাজিয়েছিলেন বলেও শোনা যায়। সব মিলিয়ে বহুমুখী প্রতিভা তিনি। আর সেটি আবারও টের পাওয়া গেল বড়দিনের সন্ধ্যায় তাঁর স্ত্রীর পোস্ট করা ভিডিয়ো থেকে।
করিনার এই ভিডিয়ো পোস্ট হতেই সেটি বিরাট ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, বিলিউডের সঙ্গে যুক্ত অনেকেই সইফের গিটার বাজানোর তারিফ করেছেন। অনেকে জানিয়েছেন শুভেচ্ছা। আর কেউ কেউ বলেছেন, এর চেয়ে ভালো ভাবে বড়দিনের সন্ধ্যা কাটানোর উপায় হতেই পারে না।