কাপুর খানদানের মেয়ে। পতৌদির নবাবের স্ত্রী, বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ইন্ডাস্ট্রির অন্যতম বড় তারকা। ইন্ডাস্ট্রিতে ২৪ বছর পার করে ফেলেছেন করিনা, অভিনেত্রী হিসাবে অনেক ট্যাবু ভেঙেছেন বেবো। দুই সন্তানের মা করিনা। কেরিয়ারের শীর্ষে মাতৃত্বকে আলিঙ্গন করেছেন, স্ফীতোদর নিয়ে ব়্যাম্পে হেঁটেছেন। করিনা মানেই সাহসী আর সুন্দরী।
বলিউডে হাতেগোনা যে তিন-চার জন নায়িকা মোটা অঙ্কের পারিশ্রমিক পান, তার মধ্যে অন্যতম করিনা। আজকাল বাছাই করেই কাজ করেন করিনা। ছবি পিছু ১০-১৫ কোটি পারিশ্রমিক নেওয়ার কথা অস্বীকার না করলেও করিনা জানান, চরিত্রই তাঁর কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায়।
দ্য উইকে দেওয়া সাক্ষাৎকারে মোটা পারিশ্রমিক নিয়ে করিনা বলেন, ‘আমি তাই আশা করি! আমি সেটাই চাই! আমি মনে করি এটা আমার অভিনয়ের বিষয় নয়... আমি যে চলচ্চিত্রগুলি বেছে নিয়েছি তা অর্থের উপর ভিত্তি করে নয়। এটা সবসময়ই ছিল যে আমি যদি কোনও চরিত্র পছন্দ করি তবে আমি কম পারিশ্রমিকেও ছবিটি করতে পারি। এটা নির্ভর করে আমার মেজাজের ওপর, এটা নির্ভর করে ছবিটা কী, আমাকে কেমন চরিত্র অফার করা হয় তার ওপর... আমি (কেরিয়ারের) সেই পর্যায়ে আছি যেখানে আমি মনে করি যে আমি এমনা করতে পারি। অবশ্য সেটা যদি বড় কমার্শিয়াল ফিল্ম হয় তাহলে হয়তো আপনি যা বলবেন তাই কম! এটা আমার স্বামীর বাড়ি! আমরা এখানে বসে এই ইন্টারভিউ দিচ্ছি তাই... আমি শুধু স্ট্রাগলই করছি!’
সিংঘম এগেইন-এ করিনা
রোহিত শেট্টি পরিচালিত ছবি সিংহাম এগেইন-এ অজয় দেবগণের সাথে ফের একবার জুটিতে করিনা। গোলমাল ত্রয়ীর ক্যামব্যাক নিয়ে উত্তেজিত বেবো বলেন, ‘আমি খুব ভাগ্যবান যে অজয়ের সঙ্গে এতবার কাজ করার সুযোগ পেয়েছি এবং তাকে এত বছর ধরে চিনি, এমনকি আমি অভিনেত্রী হওয়ার আগেও। তিনি এত সলিড অভিনেতা, এবং দুর্দান্ত মানুষ। তিনি এমন একজন অভিনেতা যেখানে আমি বলব যে আমরা আসলে বন্ধু। আমরা যখন একসাথে কোনও ছবিতে কাজ করি তখন আমরা আসলে মজা করি। ২৫-৩০ বছর ধরে আমরা বন্ধু এবং একে অপরকে চিনি।’
কারিনাকে শেষ দেখা গিয়েছিল টাবু ও কৃতি শ্যাননের সঙ্গে 'ক্রু' ছবিতে। অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন অভিনীত সিংঘম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অংশে ফের দেখা মিলবে করিনার। ২০২৪ সালের ১ নভেম্বর মুক্তি পাবে 'সিংহাম এগেইন'। 'সিংহাম এগেইন'-এর আগে কারিনাকে দেখা যাবে হনসল মেহতার 'দ্য বাকিংহাম মার্ডারস' ছবিতে, যা ১৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।