পতৌদি পরিবারের সকলের জনপ্রিয়তা নেটমাধ্যমে আকাশ ছোঁয়া। বিশেষ করে সইফ আলি খান এবং করিনা কাপুর খানের বড় ছেলে তৈমুর ছোট থেকেই নেটমাধ্যমে বেশ জনপ্রিয়। তবে এবার তৈমুরকে টেক্কা দিচ্ছে তাঁর ছোট ভাই জেহ। সম্প্রতি লন্ডন থেকে একরত্তি জেহ-এর সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন বেবো।
লন্ডনে নতুন ছবির শ্যুটিংয়ের রয়েছেন অভিনেত্রী করিনা কাপুর খান। সঙ্গে রয়েছে একরত্তি ছোট ছেলে জেহ। করিনার এই ছবির পরিচালকের আসনে রয়েছেন 'স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি' খ্যাত হনসল মেহেতা। শিরোনামহীন ছবিটির শ্যুটিং দিন কয়েক আগেই শুরু করেছেন অভিনেত্রী। আরও পড়ুন: দু-হাতে মেহেন্দি, কেউ নির্জলা উপোস- মৌনি থেকে রবিনা, বলি তারকাদের করবা চৌথের ঝলক
শ্যুটিংয়ের যাওয়ার আগে ছোট ছেলে জেহ-এর সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন করিনা। ক্য়াপশনে জানিয়েছেন, ‘ছেলেকে সঙ্গে নিয়ে কাজে যাচ্ছি.. কিন্তু যাওয়ার আগে একটা দ্রুত পোজ… জেহ বাবা, কাজে চলো।’ সুতরাং বোঝাই যাচ্ছে, জেহকে সঙ্গে নিয়েই শ্যুটিংয়ে যাচ্ছেন করিনা। ছবিতে মা-ছেলেকে শীত পোশাকে দেখা গিয়েছে। একরত্তির পরনে মাথা থেকে পা পর্যন্ত কালো গরম পোশাক। চোখে চশমা। আরও পড়ুন: 'জন আব্রাহামকে বিপাশার মতো কেন?', আমিতাভ থেকে শাহরুখ, মহিলা হয়ে গেলেন কীভাবে
মা-ছেলের নতুন এই ছবি নেটমাধ্যমে শেয়ার হতেই হু হু করে ভাইরাল। নেটিজেনের মন্তব্য, এতদিন তৈমুর একাই বাজার কাঁপাচ্ছিল। তবে এবার তাঁর ছোট ভাই-ও কম যায় না। বড় দাদাকে সে অনায়াসেই টেক্কা দেবে। পুচকে জেহ-এর এই লুক দেখে রীতিমতো হতবাক নেটিজেন।
লন্ডনে দুটি শিডিউলে মূলত করিনার নতুন ছবির শ্যুটিং হবে। ছবির প্রথম শিডিউলের শ্যুটিং শেষ করে পরিবারের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে দেশে ফিরে আসবেন বেবো। এরপর পুজোর শেষে ফের শ্যুটিংয়ের দ্বিতীয় শিডিউল শুরু করবেন তিনি। একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স প্রযোজনা করবে এই ছবির। অভিনেত্রী হওয়ার পাশাপাশি এই ছবির সহ প্রযোজনা করেছেন করিনা।