ছুটির কাটাতে প্রায়শই বিদেশে পাড়ি দেন করিনা কাপুর খান। স্বামী সইফ আলি খান, দুই ছেলে তৈমুর এবং জেহ-এর সঙ্গে আপাতত লন্ডনে ছুটি কাটাচ্ছেন তিনি। সেখান থেকে শেয়ার করছেন একের পর এক ছবি। লন্ডনের বসবাসকারী আত্মীয়, বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করছেন। পার্টি করে ছবিও শেয়ার করছেন নেটমাধ্যমে।
এবার কাপুর পরিবারকে ফের একত্রিত হতে দেখা গেল লন্ডনে। বৃহস্পতিবার তুতো বোন ঋদ্ধিমা কাপুর সাহানির সঙ্গে দেখা করেন বেবো। পিসি রিমা জৈনের সঙ্গেও দেখা করেন দুজনে। ঋদ্ধিমা ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি শেয়ার করেছেন। ছবিতে জ্যাকেট পরা, নো-মেকআপ লুকে দেখা গিয়েছে করিনাকে। চুলটা খোপা করে বেঁধেছেন শুধুমাত্র। অন্যদিকে কালো পোশাকে ধরা দিয়েছেন ঋদ্ধিমা। তাঁদের দুজনকে জড়িয়ে ধরে রিমা জৈন।
আরও পড়ুন: লন্ডনে কুণাল নায়ারের সঙ্গে পার্টিতে সইফ-করিনা, দুষ্টু-মিষ্টি মেজাজে তৈমুর
দুই সন্তানের মা করিনার গ্ল্যামার যেন ঝরে ঝরে পড়ছে ছবিতে। অভিনেত্রীকে বিনা মেকআপে দেখে চোখ ধাঁধিয়েছে নেটিজেনের। ঋষি কাপুর, নীতু কাপুর কন্যা ঋদ্ধিমার ছবি দেখেও মুগ্ধ নেটিজেন। কর্মসূত্রে প্রায়শই লন্ডনে যাতায়াত থাকে ঋদ্ধিমার। দিল্লির এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন তিনি। তাঁদের একটি মেয়েও আছে। পেশায় গয়না ডিজাইনার ঋদ্ধিমা।
রিদ্ধিমা ছাড়াও ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা, করণ জোহর, আলিয়া ভাট, টুইঙ্কল খান্না, গৌরী খান এবং শিল্পা শেট্টিও লন্ডনে রয়েছেন আপাতত। কেউ ছুটি কাটাতে, কেউ কর্মসূত্রে গিয়েছেন।