টলিউড অভিনেত্রীদের বলিউডে এবং বলিউড অভিনেত্রীদের হলিউডে অভিনয় করার একটি প্রত্যাশা থেকেই যায়। কিন্তু বলিউডের অন্যতম অভিনেত্রী তথা নবাব পুত্রবধূ করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) হলিউডের অভিনয় করার আকাঙ্ক্ষা রাখেন না, বরং তিনি চান কোরিয়ান ড্রামায় (Korean Drama) অভিনয় করতে।
সম্প্রতি এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, তাঁর আইডল মেরিল স্ট্রিপ। তিনি মেরিল স্ট্রিপের সাথে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান। শুধু তাই নয়, কোরিয়ান ড্রামায় কাজ করা বেবোর কাছে একটা স্বপ্ন।
অভিনেত্রী বলেন, ভাষা কখনওই বাধা হয়ে দাঁড়াতে পারে না শিল্পের কাছে। হলিউডে যাওয়ার স্বপ্ন আমি কোনওদিন দেখিনি। এটা আমার এজেন্ডা ছিল না কোনওদিন। কিন্তু আমি মেরিল স্ট্রিপের একজন বিশাল বড় ভক্ত। আমি ওনার সঙ্গে এক ফ্রেমে দাঁড়াতে চাই।
(আরও পড়ুন: লন্ডনে মাত্র ৩ বছর বয়সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জায়েদ খানের ছেলে! কী ঘটেছিল? কেমন আছে এখন খুদে?)
অভিনেত্রী আরও বলেন, আমরা যেমন হিন্দি ভাষার সিনেমা দেখতে ভালোবাসি তেমন কোরিয়ান এবং ফরাসি সিনেমাও উপভোগ করি। এখন অস্কারের মঞ্চে নাতু নাতু গানের তালে তালে নাচ করতে দেখা যায় সকলকে। তেলেগু সিনেমা হলেও তা মন ছুঁয়ে গিয়েছিল সকলের।
হিন্দি সিনেমার প্রশংসা করে বেবো বলেন, দিলজিৎ যেমন একজন দুর্দান্ত পাঞ্জাবি গায়ক তথা ভালো অভিনেতা, তেমন অন্যদিকে ‘লাপাতা লেডিস’ আজ সারা বিশ্বের মানুষের কাছে প্রশংসা কুড়িয়েছে। হিন্দি ভাষার সিনেমা বোঝা ভীষণ সহজ। যে কোনও মানুষ সাবটাইটেল ছাড়াই এই সিনেমা বুঝতে পারে।
শুধু সিনেমা কেন ফ্যাশনের দিক থেকেও ভারতীয়রা এখন এগিয়ে রয়েছে অনেক। মনিশ মালহোত্রা হোক বা অমিত আগারওয়াল, এই ডিজাইনারদের শাড়ি এবং লেহেঙ্গা পরে কান ফেস্টিভ্যাল বা আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হন সকলে, এমনই মত করিনার।
(আরও পড়ুন: ‘এই অশিক্ষিতদের মন্ত্রী বানাব…’, ফিরহাদের ‘মিলিলিটার বেগে ঝড়’ মন্তব্য নিয়ে তোপ শ্রীলেখার)
সম্প্রতি টাবু, কৃতি শ্যানন এবং কারিনা কাপুর খান অভিনীত ‘ক্রু’ ১০০ কোটির বেশি আয় করেছে বক্স অফিসে। এই সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নারীরা পারে না এমন কোনও কাজ হয় নেই। শুধুমাত্র নারী ভিত্তিক সিনেমাও ১০০ কোটি টাকার আয় করতে পারে, সেটা প্রমাণ হয়েছে ‘ক্রু’ সিনেমার মাধ্যমে।
প্রসঙ্গত, খুব শীঘ্রই ‘সিংঘম এগেন’ সিনেমায় দেখা যাবে করিনা কাপুর খানকে। অক্ষয় কুমার, অজয় দেবগন, দীপিকা পাডুকোন, রণবীর সিং, টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ, অর্জুন কাপুরকে দেখা যাবে অভিনয় করতে।