৬ বছরে পা দিল করিনা-সইফের বড় ছেলে তৈমুর। নেটমাধ্যমের পাতায় দীর্ঘ পোস্ট করে তৈমুরকে ভালোবাসায় ভরিয়ে দিলেন বেবো। ২০ ডিসেম্বর তৈমুরের একাধিক ছবি পোস্ট করেছেন করিনা। দীর্ঘ পোস্টে ছেলের জন্য ভালোবাসা উজাড় করেছেন তিনি।
তৈমুরের ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে করিনা লিখেছেন, ‘টিম, তুমি কি পৃথিবীর শেষ প্রান্ত দেখতে পাচ্ছ? কারণ আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসি। আমার বাচ্চা স্বপ্ন দেখতে থাকো, সূর্যাস্ত উপভোগ করো, অনুসন্ধান করো…।’
আরও পড়ুন: লাল বিকিনিতে পুলে স্নানের ভিডিয়ো, মায়ের সঙ্গে ছুটি কটানোর মুহূর্ত পোস্ট সারার
করিনা ক্যাপশনে আরও লিখেছেন, ‘অবশ্যই বিছানার উপর ঝাঁপিয়ে পড়ে এয়ার গিটার বাজাও… একদিন নিজের ব্যান্ড তৈরি করো, তুমি জানো, তোমার জন্য সবচেয়ে জোরে কে গলা ফাটাবে? শুভ জন্মদিন, বাবু।’ মাই টিম টিম, মেরা বেটা (আমার ছেলে), এবং শুভ জন্মদিন টিম-এর মতো হ্যাসট্যাগ ব্যবহার করেছেন তিনি।
প্রথম ছবিতে তৈমুরকে টি-শার্ট প্যান্ট পরে সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। দ্বিতীয় ছবিতে বিছানার উপর পাজামা পরে লাফাতে দেখা গিয়েছে খুদেকে। তৃতীয় ছবিতে বিছানার উপর দাঁড়িয়ে নিজের কোনও কাজে ব্যস্ত সে।
টিমের ছবিতে করিনার ইন্ডাস্ট্রির সহকর্মী, পরিবার এবং অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। সোনম কাপুর, সাবা আলি খান-সহ আরও অনেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে খুদেকে।
মুম্বইয়ে স্কুলের খুদে বন্ধুদের সঙ্গে থিম পার্টি করে জন্মদিন করার ইচ্ছে ছিল তৈমুরের। তবে তা হয়ে ওঠেনি। তৈমুরকে নিয়ে লন্ডনে রয়েছেন সইফ-করিনা। সেখানেই জন্মদিন উদযাপন হয়েছে তাঁর। এরপর ছুটি কাটাতে পছন্দের হলিডে ডেস্টিনেশন সুইজারল্যান্ডে উড়ে যাবেন তাঁরা।