বাঙালি অভিনেত্রীদের মধ্যে যে অভিনেত্রীরা বলিউডে নিজেদের সফলভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন শর্মিলা ঠাকুর। তবে শুধু কেরিয়ারের দিক থেকে নয়, ব্যক্তিগত জীবনেও তিনি অন্যদের থেকে একেবারেই অন্যরকম। মনসুর আলিকে বিয়ে করে তিনি ভেঙেছিলেন লাখ লাখ ভক্তদের মন।
৮০ বছর অতিক্রান্ত হয়ে গেলেও তিনি আজও যেন ঠিক আগের মতোই সুন্দরী। ছেলে, মেয়ে, নাতি-নাতনি, জামাই বউমাদের নিয়ে বেশ ভালই রয়েছেন শর্মিলা। যদিও সইফ আলি খানের দুবার বিয়ে এবং প্রথম স্ত্রী অমৃতাকে একেবারেই পছন্দ ছিল না শর্মিলার। তবে দ্বিতীয় বৌমা অর্থাৎ বেবোকে কিন্তু নবাবের ঘরের বেগম করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি শর্মিলা।
আরও পড়ুন: পকেট ফ্রেন্ডলি মিনি ড্রেসে ‘সেক্সবম্ব’ মালাইকা, ৫২-তেও কী করে যৌবন ধরে রেখেছেন?
আরও পড়ুন: মালতির ছোট্ট হাতে এত্ত বড় নখ! বিয়ের ৬ বছর পূর্তি, কী করলেন নিক-প্রিয়াঙ্কা?
শর্মিলা এবং করিনার মধ্যে সম্পর্কের বন্ধন যে বেশ দৃঢ় তা বোঝা যায় সোশ্যাল মিডিয়া দেখেই। মাঝে মাঝেই শাশুড়ির সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় সইফ পত্নীকে। এবার জন্মদিনে উপলক্ষে আরও একটি ছবি পোস্ট করলেন করিনা। শাশুড়ির উদ্দেশ্যে লিখলেন, কুলেস্ট গ্যাংস্টা।
সোশ্যাল মিডিয়ায় করিনা যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, শাশুড়ি বৌমা দুজনেই ঘরের পোশাক পরে রয়েছেন। করিনা পরে রয়েছেন একটি প্রিন্টেড পাজামা এবং শার্ট, শর্মিলা পরে রয়েছেন একটি গোলাপি রঙের ঘরোয়া পোশাক এবং তার ওপরে একটি গাউন। শুধু তাই নয়, শর্মিলার চোখে রয়েছে কালো সানগ্লাস।
শর্মিলার সঙ্গে এই ছবিটি পোস্ট করে বেবো লিখেছেন, সেরা গ্যাংস্টা কে? কিছু বলার প্রয়োজন আছে কি? আমার শাশুড়িকে শুভ জন্মদিন। জাস্ট দ্যা বেস্ট। ছবির ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে নবাব বাড়িতে কিন্তু এখনও রাজ চলছে শর্মিলার।
করিনার পোস্ট করা ছবিতে একজন ইন্টারনেট বাসিন্দা কমেন্ট করে লিখেছেন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শর্মিলাজিকে। অন্য একজন লিখেছেন, আপনাদের ভালোবাসা দীর্ঘজীবী হোক। আবার একজন লিখেছেন, এখনও আপনি একই রকম সুন্দরী, বয়স শুধু মাত্রই একটি সংখ্যা।
আরও পড়ুন: ইন্দ্রদীপের ‘কটাক্ষ’-এর পর বকা দিলেন জাভেদও, সারেগামাপা থেকে বাদ কলকাতার মেয়ে রুনা
করিনার এই পোস্টে শর্মিলার মেয়ে সাবা আলি খান কমেন্ট করে লিখেছেন, শুভ জন্মদিন মা। ভালোবাসি তোমাকে। সাবার এই কমেন্ট দেখে বেশ স্পষ্ট বোঝা যায় করিনার সঙ্গে পরিবারের সকলের খুব ভালো সম্পর্ক।
প্রসঙ্গত, মাত্র ১৪ বছর বয়সে সত্যজিৎ রায়ের অপুর সংসারের হাত ধরে নিজের চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন শর্মিলা ঠাকুর। তবে শুধু টলিউড নয়, বলিউডেও তিনি নিজেকে প্রমাণ করেছিলেন একজন অনবদ্য শিল্পী হিসাবে। আগামী দিনে শর্মিলাকে দেখা যাবে ‘দ্যা আউট হাউস’ নামক একটি সিনেমায়। সুনীল সুখথাঙ্কর পরিচালিত এই সিনেমায় শর্মিলার সঙ্গে অভিনয় করবেন সোনালী কুলকার্নি, নীরজ কবি এবং সুনীল অভয়ঙ্কর।