আম্বানি পরিবারের উৎসব মানেই হইহুল্লোড়। আর তাতে তারকাদের ভিড়। গণেশ পুজোর দিনও তেমন ছবিই ধরা পড়ল। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট নববিবাহিত দম্পতি হিসাবে তাদের প্রথম গণেশ উৎসব পালন করলেন। করিনা কাপুর, অর্জুন কাপুর, কিয়ারা আদবানি-সহ বেশ কিছু তারকাকে এদিন দেখা গেল আম্বানিদের পুজো মণ্ডপে।
গ্র্যান্ড সেলিব্রেশন
শনিবার রাতে আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়ায় জমকালো গণেশ পুজো আয়োজন করা হয়েছিল। বোমন ইরানি, শচীন টেন্ডুলকার, সুনীল শেট্টি, আমির খান, সাইফ আলি খান, কারিনা কাপুর এবং অর্জুন কাপুরের মতো তারকারা এদিন এসেছিলেন উদযাপনে।
আরও পড়ুন: গণপতির সামনে হাত জোড় করে বসে গৌরী! গণেশ পুজো ধুমধাম করে হল শাহরুখের মন্নতে
করিনাকে তার স্বামী এবং অভিনেতা সইফ আলি খানের সঙ্গে অংশ নিতে দেখা গিয়েছে এবং তাঁরা রং মিলান্তি করে পরেছিলেন লাল রঙের এথনিক পোশাক। মুকেশ আম্বানি আয়োজিত গণেশ দর্শনের সময় সইফের পরণে ছিল ধুতি আর পঞ্জাবি, আর করিনাকে দেখা গেল সালোয়ারে।
আরও পড়ুন: ‘ঝেঁটিয়ে বিদায় কর…’! যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড অরিন্দম শীল, খুশি ঋতাভরীর-মা শতরূপা
অনুষ্ঠানে সোনম কাপুরও বেছে নিয়েছিলেন লাল রঙের ইন্দো-ওয়েস্টার্ন পোশাক। অভিনেতা সুনীল শেট্টি উৎসবে যোগ দিয়েছিলেন। অভিনেতা টাইগার শ্রফকে তার বাবা এবং অভিনেতা জ্যাকি শ্রফের সঙ্গে গণেশ ঠাকুরের দর্শনে আসতে দেখা গেল।
আরও পড়ুন: সলমনের বাবার জীবনে ঘটা এই ‘খারাপ ঘটনা’ আটকাতে পারতেন অমিতাভ, সেলিমের আফশোস…
সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানিও এদিন দেখা গিলেন এথনিক লুকেও। অভিনেতা অর্জুন কাপুরকেও তার বাবা এবং প্রযোজক বনি কাপুরের সঙ্গে আসতে দেখা যায়।
শুক্রবার মুকেশ আম্বানি এবং তার পরিবার গণেশ চতুর্থী উদযাপনের জন্য তাদের বাড়ি অ্যান্টিলিয়ায় নিয়ে আসে গণেশের মূর্তি। এটি একটি বার্ষিক অনুষ্ঠান যা তারা বেশ কয়েক বছর ধরে করে আসছে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানকে সেদিন দেখা যায় মেয়ে ইশা আম্বানির সঙ্গে। স্নেহের সঙ্গে তাঁর যমজ সন্তানদের একজনকে কোলে নিয়ে, প্রভুকে বাসভবনে স্বাগত জানান ইশা।
নীতা ও মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং স্ত্রী রাধিকা মার্চেন্টকেও ‘গণপতি বাপ্পা মোরিয়া’ স্লোগানের মধ্যে দিয়ে অ্যান্টিলিয়ায় গণপতি বাপ্পাকে স্বাগত জানাতে দেখা যায়। লোকমত টাইমস অনুসারে, অনন্ত আম্বানি এবং রিলায়েন্স ফাউন্ডেশন মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজা গণেশ মূর্তির জন্য ১৫ কোটি টাকা মূল্যের ২০ কেজি সোনার মুকুট উপহার দিয়েছে।