সন্তানদের স্কুলের স্পোর্টস ডে, আর তাতেই তারকা বাবা মায়েরা মেতে উঠলেন সন্তানদের সঙ্গে। তাঁদের মাঠে নেমে খেলতে দেখা গেল! শুধু তাই নয় তাঁরা সেই সমস্ত ছবি আবার ইনস্টাগ্রামেও শেয়ার করে ছিলেন।
করিনা এবং সইফের জ্যেষ্ঠ পুত্র তৈমুরের স্কুলের একটি অনুষ্ঠানে তাঁরা দুজনেই উপস্থিত ছিলেন। শুধু উপস্থিত ছিলেন যে সেটাই নয়, তাতে অংশও নিয়েছিলেন। ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। বুধবার, ১৪ ডিসেম্বর ইনস্টাগ্রামে এই অনুষ্ঠানের বেশ কিছু ছবি করিনা কাপুর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করেন। আর ছবিগুলো দেখে মনে হচ্ছে তৈমুরের স্কুলে স্পোর্টস ডের অনুষ্ঠানের ছবি এগুলো।
করিনার পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে একটি মাঠে সইফ আলি খান লাইনে দাঁড়িয়ে আছেন আরও অন্যান্য ব্যক্তিদের সঙ্গে। করিনা এই ছবির ক্যাপশনে লেখেন, 'রেসের জন্য বাবার সোয়্যাগটা দেখুন!' দ্বিতীয় ছবিতে তৈমুরের সঙ্গে করণ জোহরের ছেলে যশকে দেখা যায় অন্যান্য শিশুদের সঙ্গে। তারা সকলেই স্কুল উইনিফর্মে রয়েছে। নীল টিশার্ট এবং নেভি ব্লু প্যান্ট পরনে ছিল তাদের। সঙ্গে সাদা মোজা এবং কালো জুতো। ছবি দেখেই বোঝা যায় তারা কোনও দৌড় প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে।

করিনার শেয়ার করার ছবি
করিনা দ্বিতীয় ছবির ক্যাপশনে লেখেন, 'একদম সঠিক পোজ দিয়েছে ওরা। দৌড়াও আমার সোনা, দৌড়াও।' তিনি এই ছবিতে করণ জোহর এবং ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের প্রোফাইলকে ট্যাগ করেন। করণ আবার এই ছবিটিকে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করেন।

মীরার শেয়ার করা ছবি
তবে করিনা একা নন, শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতও এই অনুষ্ঠানের বেশ কিছু ছবি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করেন। বেশ কিছু মেডেলের ছবি শেয়ার করে তিনি লেখেন, 'সেই পরিবার যাঁরা মেডেল অর্জন করে।' তাঁকে একটি নীল সোয়েট শার্ট এবং এবং কালো প্যান্টে দেখা যায়। মীরা করণের একটি ছবি শেয়ার করেন। সেখানে করণকে একটি 'সম্মানের সার্টিফিকেট' ধরে থাকতে দেখা যায়। এই সম্মান করণের মেয়ে রুহি জোহর পেয়েছে। ছবিতে করণকে মেডেল কামড়ে ধরে থাকতে দেখা গিয়েছে এবং তাঁর হাতে রয়েছে সার্টিফিকেট। মীরা এই ছবি শেয়ার করে লেখেন, ' গর্বিত বাবা।' তিনি করণকে এই ছবিতে ট্যাগও করেন। করণ আবার এই ছবিটি শেয়ার করেন, এবং লেখেন, 'গোল্ড স্ট্যান্ডার্ড!'

মীরার শেয়ার করা ছবি
মীরা এই ছবির ব্যাকগ্রাউন্ডে ‘কায়ামত সে কায়ামত তক’ ছবির ‘পাপা কেহতে হ্যায়’ গানটি যোগ করেছিলেন।
আগামী বছর করণের নতুন ছবি ‘রকি অর রানি কী প্রেম কাহানি’ মুক্তি পেতে চলেছে। আগামী ২৮ এপ্রিল এই ছবিটি মুক্তি পাবে। রণবীর সিং, আলিয়া ভাট, ধর্মেন্দ্র, জয়া বচ্চনকে দেখা যাবে এই ছবিতে।