বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir-Kareena: ‘ভাইবোনের সম্পর্ক খারাপ হয়ে যায়’, করিনার সঙ্গে সম্পর্ক ভাঙায় কাকে দুষলেন রণবীর?

Ranbir-Kareena: ‘ভাইবোনের সম্পর্ক খারাপ হয়ে যায়’, করিনার সঙ্গে সম্পর্ক ভাঙায় কাকে দুষলেন রণবীর?

করিনা-রণবীর

তারকারদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করে টিআরপি বাড়ান করণ জোহর, এর আগেও এমন অভিযোগে 'কফি উইথ করণ'-এ যাওয়া বন্ধ করেছিলেন রণবীর, কারণ, তিনি ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন বলে জানিয়েছিলেন। ফের একবার বোন করিনার শোয়ে এসে করণকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন 'ঋষিপুত্র'।

সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার'। 'ব্রহ্মাস্ত্র' সুপার হিট, তবে এই ছবিটির  বক্স অফিস রিপোর্টও নেহাত মন্দ নয়। এদিকে ব্যক্তিগত জীবনেও আলিয়ার সঙ্গে বিয়ের পর সদ্য বাবা হয়েছেন রণবীর, তাই আপাতত তাঁর জীবন সুন্দর ছন্দে এগোচ্ছে। তবে এসবেরই মাঝে তুতো বোন (জ্যেঠের মেয়ে) করিনার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর। একারণে বি-টাউনের-ই এক ব্যক্তিত্বকে দুষেছেন রণবীর। রণবীর কাপুরের অভিযোগ, করণ জোহরের কারণেই নাকি মান-সম্মান ডুবেছে তাঁদের।

প্রসঙ্গত, খুব শীঘ্রই হিট রেডিও শো 'হোয়াট উইমেন্ট ওয়ান্ট'-এর সিজন ৪ নিয়ে ফিরছেন করিনা কাপুর খান। সেখানেই হাজির হয়েছিলেন রণবীর কাপুর। শোয়ের শ্যুটিংয়ের পর ভাইবোনে রেড কার্পেটে ছবিও তুললেছেন। আর এই শোয়ে এসেই করণ জোহরের উপর জমে থাকা ক্ষোভ উগরে দিয়েছেন রণবীর। তাঁর কথায়, নিজের শো তে বটেই অন্যান্য শোয়ে গিয়েও তাঁদের (রণবীর-করিনা) সম্পর্কে যা খুশি তাই বলেন করণ, আর সেকারণেই তাঁদের মান সম্মান ডুবেছে, লোকজন এখন আমাদের সম্পর্কে ভুল ধারণা করেন এজন্য দায়ী ও।'  প্রসঙ্গত, তারকারদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করে টিআরপি বাড়ান করণ জোহর, এর আগেও এমন অভিযোগে 'কফি উইথ করণ'-এ যাওয়া বন্ধ করেছিলেন রণবীর, কারণ, তিনি ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন বলে জানিয়েছিলেন। ফের একবার বোন করিনার শোয়ে এসে করণকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন 'ঋষিপুত্র'।

তবে করিনার 'হোয়াট উইমেন্ট ওয়ান্ট'-এ মন খুলে কথা বলতে দেখা যায় রণবীরকে। তিনি বলেন, যদি কারোর কাছে ক্ষমা চেয়ে নিয়ে সম্পর্কটা বেঁচে যায়, তাহলে ক্ষমা চাইতে তিনি দ্বিধা করেন না। প্রশ্ন উঠতে তবে কি করিনা কখনও ভাই রণবীরের মনে দুঃখ দেওয়ার জন্য ক্ষমা চাননি! সেকারণেই কি এমন কথা বললেন অভিনেতা? কারণ এরপর পরেই রণবীর অভিযোগ করেন করণের জন্য তাঁদের সম্পর্ক খারাপ হয়েছে। তবে এদিন রণবীর আফসোস, আজকাল অনুষ্ঠান ছাড়া ভাইবোনের সেভাবে দেখা-ই হয় না। তাঁর সঙ্গে কোনও ছবিতে কাজ না করার জন্য বোন করিনার কাছেই ক্ষোভ উগরে দেন রণবীর। উঠে আসে তৈমুর, জেহ এবং রাহার কথাও। রণবীর মজা করে বলেন, তৈমুরের ছবি তুলতেই সকলে ব্যস্ত হয়ে পড়তেন, আর সেই সুবাদে করিনার ছবিও উঠে যেত, তবে তাঁর ছবি কেউ তুলত না। রণবীরের কথায়,  এখন তৈমুর বেশকিছুটা বড় হয়ে গিয়েছে, তাই এখন সকলে নাকি তাঁর ছবিও উঠছে। মেয়ে রাহা-র কথায় রণবীর বলেন, তিনি মেয়ের ন্যাপি বদলাতে আর ঠেকর তোলাতে এক্সপার্ট। বোন করিনার শোয়ে এসে এমনই নানান ব্যক্তিগত, খোলামেলা কথা বলেন রণবীর কাপুর। 

 

 

বন্ধ করুন
Live Score