করিনা কাপুর এবং সইফ আলি খান ফিল্মি পরিবার থেকে আসার পরেও, বলিউডে নিজেদের পরিচয় তৈরি করেছেন। এখন সইফের প্রথম পক্ষের দুই সন্তান ইব্রাহিম আলি খান ও সারা আলি খান পা রেখেছেন বলিউডে। এবার সোহা আলি খানের সঙ্গে পডকাস্টে করিনা প্রকাশ করেছেন যে, তৈমুরও বড় হয়ে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখে কি না।
করিনা জানান যে তৈমুর আলি খান অভিনয় পছন্দ করেন না। সে এখন নিজের ভালোলাগার ব্যাপারটার অনুসন্ধান চালাচ্ছে ঠিকই, তবে স্পষ্ট করে দিয়েছে যে, অভিনয় তাঁর না-পসন্দ। করিনার কথায়, ‘টিমের (তৈমুর) ড্রামা বা অভিনয়ে কোনো আগ্রহ নেই। স্কুলে যখন ওদের এক্সট্রা কারিকুলম বেছে নিতে হত, আমি ওকে তালিকা পড়ে শোনাতাম ও প্রতিবার প্রশ্ন করতাম, 'এবার কি তুমি ড্রামা নিতে চাও'? সে বলত 'না'। এবং তার জবাব থাকত, 'না, আমি এটা উপভোগ করি না।' তাই আমিও কখনো চাপিয়ে দেইনি।’
সঙ্গে করিনা জানান ক্রিকেটের প্রতি তৈমুরের আগ্রহ। খেলোয়াড়দের প্রতি তৈমুরের আকর্ষণ সম্পর্কে কথা বলতে গিয়ে করিনা বলেন, ‘ও একবার আমাকে বলেছিল যে ও রান্নার ক্লাসে যোগ দিতে চায়, কারণ ওর বাবা রান্না করতে ভালোবাসেন। ও আমাকে বারবার জিজ্ঞাসা করে, 'তুমি কি রোহিত শর্মার বন্ধু? বিরাট কোহলির সঙ্গেও? তুমি কি তাঁকে মেসেজ করে তাঁর ব্যাট চাইতে পারো? তোমার কি লিওনেল মেসির পরিচিয় আছে?' এবং আমি বলি, 'না, আমার ওদের সঙ্গে পরিচয় নেই।' অভিনেতাদের সম্পর্কে তার কোনও ধারণা নেই। সে জিজ্ঞাসা করবে, 'আমি কি বিরাটকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করতে পারি?' এবং আমি বলি, 'না, আমি তাকে চিনি না, তুমি হঠাৎ করে তাঁকে মেসেজ করতে পারো না!'’
করিনা এবং সইফ অল্প সময়ের জন্য ডেটিং করার পর ২০১২ সালে বিয়ে করেন। এই দম্পতি তাদের বড় ছেলে তৈমুরকে ২০১৬ সালের ডিসেম্বরে এবং তাদের ছোট ছেলে জাহাঙ্গীর আলি খানকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে স্বাগত জানায়। তৈমুর ও জেহর স্কুলের অ্য়ানুয়াল ডে-তে হামেশাই দেখা যায় যে, বাচ্চারা যখন মঞ্চে পারফর্ম করেন, তখন উত্তেজিত হয়ে কখনো হাতহাতলি দিয়ে, কখনো চিৎকার করে উৎসাহ দেন করিনা। ফোনে রেকর্ড করেন ছেলেদের পারফরমেন্স। তবে কি তৈমুর ঠাকুরতা পতৌদির পথে হেঁটে ১৪ গজেই নিজের কেরিয়ার গড়বে? সে উত্তর সময় দেবে। এখনও যে মাত্র ৯ বছরের সে!