করিনা কাপুর এবং সইফ আলি খান মাঝে মধ্যেই কাপল গোল সেট করে থাকেন। তাঁদের খুনসুটি, একে অন্যের সঙ্গে মজা করা মাঝে মধ্যেই নেটিজেনদের নজর কেড়ে নেয়। তবে এদিন তাঁরা যে কাণ্ডটি ঘটালেন সেটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলেই। কী করেছেন সইফ এবং করিনা? পাপারাৎজ্জিদের সামনেই বরকে জাপটে ধরে চুমু খেয়েছেন অভিনেত্রী।
সইফকে চুমু করিনার
এদিন করিনা কাপুরকে সাদা ঢোলা কুর্তির সঙ্গে জিন্স পরে তাঁদের মুম্বইয়ের বাড়ির বাইরে আসেন। সঙ্গে চোখে সানগ্লাস ছিল। আর চুলটা খোঁপা করে বেঁধে রেখেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বেটার হাফ সইফ আলি খান। তাঁর পরনেও সাদা পায়জামা পঞ্জাবি। তখনই তাঁরা একে অন্যের সঙ্গে কথা বলতে বলতে আচমকাই করিনা বরের হাত জাপটে ধরে তাঁকে চুমু খান। সইফও পাল্টা তাঁকে চুমু ফিরিয়ে দেন। আর তাঁদের এই মিষ্টি আদুরে মুহূর্তই ফ্রেমবন্দি করেছেন পাপারাৎজ্জিরা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট হতেই সেটা ভাইরাল হয়ে গিয়েছে। ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।
আরও পড়ুন: রবিবার ৫.৫ কোটি ঘরে তুলল 'শ্রীকান্ত', তিনদিনে বক্স অফিসে মোট কত আয় করল রাজকুমারের ছবি?
কে কী বলছেন?
এক ব্যক্তি এই পোস্টে কমেন্ট করে লেখেন, 'ওমা! কী মিষ্টি!' আরেকজন লেখেন, 'ওরেবাবা! ওদের কেমিস্ট্রি সত্যিই দেখার মতো।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ওদের জুটিটা খুব পছন্দের। এভাবেই তো বিয়ে বেঁচে থাকে। প্রতিবারই একে অন্যের সঙ্গে এমন ভাবে মেশো যেন সেটাই প্রথম দেখা।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'যাক, কেউ তো এই সময়ে দাঁড়িয়েও এভাবে ভালো আছে। ভালোবাসায় আছে।'
করিনা এবং সইফ প্রসঙ্গে
করিনা কাপুর এবং সইফ আলি খান ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুটি সন্তান আছে তৈমুর আলি খান এবং জাহাঙ্গির আলি খান।
করিনার প্রজেক্ট
করিনা কাপুরকে শেষবার দ্য ক্রু ছবিতে দেখা গিয়েছিল। বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছিল এই ছবিটি। তাঁকে আগামীতে সিংঘম এগেন ছবিতে দেখা যাবে।
আরও পড়ুন: ভাইকে শাস্তি দিতে মুখোশ খুলল পরাগ, কার কাছে কই মনের কথায় শিমুলের জীবনে আসছে কোন নতুন মোড়?
সইফের আগামী প্রজেক্ট
সইফ আলি খানকে আগামীতে তেলুগু ছবি দেবারায় দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুর থাকবেন।