রবিবার সপরিবারে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বাড়িতে গিয়েছিলেন করিনা কাপুর। তাঁর সঙ্গে ছিলেন সইফ আলি খান, ছেলে তৈমুর আলি খান, দিদি করিশ্মা কাপুর, এবং রণবীরের মা নীতু কাপুর। রণবীরের বাড়িতে এদিন একটি গেট-টুগেদারের আয়োজন করা হয়েছিল।
ইনস্টাগ্রামে এদিনের বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন করিনা। তাঁর শেয়ার করা প্রথম ছবিতে সইফ, রিমা জৈন, নাতাশা নন্দাকে দেখা যায়। তাঁরা সকলেই কাউচ বা চেয়ারে বসে ক্যামেরার জন্য পোজ দিয়েছিলেন। করিনা এই ছবির ক্যাপশনে লেখেন, 'ফ্যাম জ্যাম।' আরেকটি ছবিতে তিনি বেশ কিছু খাবারের ছবি শেয়ার করেন এবং করিশ্মাকে ট্যাগ করেন। সেই ছবিতে তিনি লেখেন, 'লোলোর বাড়িতে ফিস্ট।'
এরপর বাইরে ঘুরতে যাওয়ার সময় দুই অভিনেত্রী বোনকে ম্যাচ করা পোশাক পরতে দেখা যায়। করিনা, করিশ্মা দুজনেই সাদা কালো পোশাক পরেছিলেন। অন্যদিকে সইফ আলি খান একটি নীল রঙের শার্ট পরেছিলেন সঙ্গে ডেনিম জিন্স। তৈমুরের পরনে ছিল সাদা টিশার্ট এবং শর্ট প্যান্ট। পাপারাজ্জিদের জন্য হাত নাড়েন করিনা। ইনস্টাগ্রামের একটি ভিডিয়োতে তৈমুরকে গাড়ির দরজা খুলে ভিতরে ঢোকার চেষ্টা করতে দেখা যায়। এই পোস্টে এক অনুরাগী কমেন্ট করে লেখেন, 'তৈমুর মনে হচ্ছে বোন রাহার সঙ্গে আলাপ করার জন্য দারুন এক্সাইটেড।'
একাধিক ছবিতে তাঁদের রণবীরের বাড়ির বাইরে দেখা গিয়েছে। তাঁরা অভিনেতার বাড়ি থেকে বাইরে বেরিয়ে যখন গাড়িতে উঠছেন তখন তাঁদের ক্যামেরাবন্দি করা হয়। তাঁদের সঙ্গে নীতু কাপুরকেও দেখা যায়। নীতুর পরনে ছিল একটি প্রিন্টেড ক্রিম রঙের টপ এবং সাদা প্যান্ট। তার সঙ্গে তিনি হিল জুতো পরেছিলেন।
গত বছরের ৬ নভেম্বর রণবীর আলিয়ার প্রথম সন্তান রাহার জন্ম হয়। মেয়ের জন্মের কথা ইনস্টাগ্রামে পোস্ট করে আলিয়া লেখেন, 'আমাদের জীবনের সেরা খবর। আমাদের সন্তান এসে গিয়েছে। কী সুন্দর ও।' ২০২২ সালের ১৪ এপ্রিল গাঁটছড়া বাঁধেন তাঁরা। তারপর জুন মাসে এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
আলিয়াকে শীঘ্রই করণ জোহরের ‘রকি অর রানি কী প্রেম কাহানি’ ছবিতে দেখা যেতে চলেছে। তাঁর সঙ্গে এই ছবিতে থাকবেন রণবীর সিং, ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, প্রমুখ। তিনি এই বছর হলিউডে পা রাখতে চলেছেন। এছাড়া ‘জি লে জারা’ ছবিতেও তাঁকে দেখা যাবে।
অন্যদিকে রণবীরকে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে দেখা যাবে। তাঁর সঙ্গে এই ছবিতে শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে। এছাড়া ‘অ্যানিমেল’ ছবিতেও অভিনেতাকে দেখা যেতে চলেছে আগামী দিনে। এটি একটি গ্যাংস্টার ঘরানার ছবি।