বাংলা নিউজ > বায়োস্কোপ > Kareena Kapoor: 'আমি এখন বদলে গিয়েছি', কফি উইথ করণের স্পষ্টবাদী করিনায় ফেরত যেতে নারাজ বেবো!

Kareena Kapoor: 'আমি এখন বদলে গিয়েছি', কফি উইথ করণের স্পষ্টবাদী করিনায় ফেরত যেতে নারাজ বেবো!

কফি উইথ করণে দেখা পুরনো করিনায় ফিরতে নারাজ বেবো

Kareena Kapoor: কফি উইথ করণের বিষয়ে কথা বললেন করিনা। জানালেন তিনি তাঁর অতীতের ভার্সনে আর ফিরে যাবেন না। বয়সের সঙ্গে সঙ্গে তিনি অনেকটাই পাল্টে গিয়েছেন বলেও জানান।

করিনা কাপুর, শাহিদ কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া- এই তিন অভিনেতাকে কফি উইথ করণের প্রতিটা সিজনে দেখা গিয়েছে। করণ জোহরের এই টক শোয়ের প্রতি সিজনে তাঁরা অতিথি হয়ে এসেছেন। সম্প্রতি অভিনেত্রী তাঁর শো, হোয়াট ওম্যান ওয়ান্টে এই শো অর্থাৎ কফি উইথ করণের বিষয়ে কথা বললেন। জানালেন বয়সের সঙ্গে সঙ্গে তিনি পরিণত হয়েছেন। বদলেছেন।

২০০৪ সালে প্রথমবার যখন করিনা যখন এই শোতে এসেছিলেন বলাই বাহুল্য তিনি সবার নজর কেড়েছিলেন। তাঁর যে আত্মোপলব্ধি, অন্যান্য অভিনেতাদের নিয়ে মত সেটা সবার নজর কেড়েছিল। এবং আজও তাঁর বিভিন্ন বিষয়ে যে মন্তব্য সেটা সবার নজর কাড়ে।

কফি উইথ করণে অভিনেত্রী একাধিক অন্যান্য অভিনেতাকে নিয়ে মশকরা করেছেন। তিনি জন আব্রাহামকে এক্সপ্রেশনলেস বলে দাগিয়ে দিয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়ার উচ্চারণ নিয়ে বারবার কথা বলেছেন। কফি উইথ করণ সিজন ৪ -এ এসে তো তিনি রণবীরের তৎকালীন প্রেমিকা ক্যাটরিনার বিষয়ে সমস্ত ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন।

সম্প্রতি অভিনেত্রী তাঁর এই শোতে বললেন, 'আমি বয়সের সঙ্গে সঙ্গে শিখেছি। তুমি আর আমার সেই পুরোনো ভার্সনকে দেখতে পাবে না। আমি এখন অনেক বদলে গিয়েছি।' রণবীর আল্লাহবাদিয়ার সঙ্গে তাঁর শোয়ের একটি পর্বে আলোচনার সময় এমনটাই জানান বেবো। রণবীর তাঁকে জিজ্ঞেস করেছিলেন তিনি কি ‘ব্যাড গার্ল’? উত্তরে অভিনেত্রী এটাই বলেন। রণবীর যখন তাঁর বিষয়ে বলেন যে তিনি কফি উইথ করণে একদম সোজাসুজি উত্তর দিতেন সেটার বিষয়ে করিনা বলেন তিনি তাঁর ওই পুরনো ভার্সনে আর ফেরত যাবেন না।

গত বছরও করণ জোহরের এই টক শো, কফি উইথ করণ সিজন ৭ -এ উপস্থিত ছিলেন নায়িকা। তাঁর সঙ্গে ছিলেন লাল সিং চাড্ডা ছবির সহ অভিনেতা আমির খান। বর্তমানে অভিনেত্রী তাঁর আগামী ছবি দ্য ক্রিউয়ের শ্যুটিংয়ে ব্যস্ত। এখানে তাঁর সঙ্গে দেখা যাবে টাবু , কৃতি শ্যাননকে। এছাড়া তাঁকে আগামীতে হংসল মেহতার দ্য বাকিংহাম মার্ডারস এবং ডিভোশন অব সাসপেক্ট এক্সে দেখা যাবে। দ্বিতীয় কাজের মাধ্যমে তিনি ওয়েব মাধ্যমে পা রাখবেন। এটির পরিচালনা করবেন সুজয় ঘোষ।

বন্ধ করুন