করিনা কাপুর এবং সইফ আলি খানের বড় ছেলে তৈমুর আলি খান যখন জন্মায় তখন আলাদাই শোরগোল পড়ে গিয়েছিল। সেই একরত্তিকে নিয়ে কতই না খবর হয়েছে। এখনও হামেশাই খবরের শিরোনামে থাকে তৈমুর এবং তার ভাই জেহ। আর এসব দেখে শুনেই মাকে কী প্রশ্ন করে বসল খুদে?
ছেলে তৈমুরকে নিয়ে কী জানালেন করিনা?
করিনা কাপুর সম্প্রতি একটি ইভেন্টে গিয়েছিলেন। সেখানে তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে তাঁর বড় ছেলে তৈমুরের প্রসঙ্গে কথা বলেন। জানান তৈমুর তাঁকে জিজ্ঞেস করে যে সে কি বিখ্যাত? জবাবে বেবো কী বলেছেন সেটাও জানান।
আরও পড়ুন: 'কেবল মাত্র আপনার জন্যই...' কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু-শ্রেয়ার!
করিনা এদিন জানান তাঁর ছেলেরা যথেষ্টই ছোট এসব খ্যাতি, ইত্যাদি বোঝার বিষয়ে। তবে তৈমুর এটুকু বোঝে যে ও বিখ্যাত কারণ চিত্র সাংবাদিকরা সারাক্ষণই মুখিয়ে তাকে ফ্রেমবন্দি করার জন্য। আর এটা উপলব্ধি করে যখন নিজের জনপ্রিয়তা প্রসঙ্গে মায়ের থেকে তৈমুর জানতে চায় তখন করিনা তাকে জানান, 'না তুমি বিখ্যাত কেউ নও। তুমি আসলে কেউই নও। তুমি কিছুই করনি এখনও।' এর জবাবে তৈমুর অভিনেত্রীকে জানিয়েছে যে সে একদিন ঠিক এমন কিছু করবে যাতে সে বিখ্যাত হয়। তবে আপাতত তৈমুর ছবি নিয়ে মোটেই ভাবে না। তার সমস্ত ধ্যানজ্ঞান এখন একটাই জিনিসে। কী সেটা? ফুটবল!
করিনা কাপুরের আগামী কাজ
করিনা কাপুরকে আগামীতে দ্য বাকিংহাম মার্ডার্স ছবিতে দেখা যাবে। এটা ১৩ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। এছাড়া তাঁকে সিংঘম এগেন ছবিতেও দেখা যাবে। দ্য ক্রু ছবিতে শেষবার দেখা গিয়েছে করিনাকে।