ননদ সোহার মেয়ের জন্মদিনে মিষ্টি ছবি দিলেন করিনা, তার থেকে সুন্দর সেই ছবির ক্যাপশন। তাও কেন মনে এত ভয়?
1/5পাঁচ বছরের জন্মদিন সোহা আলি খান আর কুণাল খেমুর ছোট্ট মেয়ে ইনায়ার। মামি করিনা কাপুর খান সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন খুদেকে। ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর দম্পতির কোল আলো করে আসে ফুটফুটে মেয়ে। ‘ইনায়া’ একটি আরবি শব্দ। যার অর্থ ঈশ্বরের উপহার। আর তাই তো সন্তানের নাম এটাই রেখেছেন সোহা।
2/5করিনার বড় ছেলে তৈমুরের থেকে ইনায়া এক বছরের ছোট। তবে দাদা আর বোনের কিন্তু খুব ভাব। প্রায়ই একসঙ্গে পার্টি করে পতৌদি পরিবার। আর তাতে বিশেষ করে চোখ টানে এই দুই খুদে। করিনা এই ছবিটা শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন ননদের মেয়েকে। সঙ্গে সুন্দর একটা শুভেচ্ছা বার্তাও শেয়ার করেছেন। যদিও মনে ভয়, এই কারণে না আবার সোহার কাছে বকা খেতে হয়!
3/5করিনা লিখেছেন, ‘আমি জানি না তোমরা দুজনে কী প্রার্থনা করছ। আমি তোমার খুশি আর আনন্দের জন্য প্রার্থনা করব। আর চাইব আজ তুমি সারাদিন যত ইচ্ছে কেক যখন ইচ্ছে যেন খেতে পারো… ওকে তোমার মা এটা দেখছে আর আমাকে মেরে ফেলবে। হ্যাপি বার্থ ডে প্রিন্সেস ইনায়া। অনেক ভালোবাসি তোমায়।’ কমেন্ট করেছেন সোহাও। যদিও বকা দেননি মোটেই। বরং বেশ মজাই পেয়েছেন।
4/5২০০৯ সালে ‘ঢুন্ডতে রেহে যাওগে’ ছবিতে কাজ করার সময়ই প্রথম পরিচয় হয় কুণাল-সোহার। দ্বিতীয় ছবি ‘৯৯’-এ কাজ করার সময় তাঁরা একে অপরের কাছাকাছি আসেন। সম্পর্কে থাকার পর প্যারিসে রোম্যান্টিক ভাবে সোহাকে প্রোপোজ করেন কুণাল। ২০১৫ সালের ২৫ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। আর এখন তো ইনায়াকে নিয়ে ভরা সংসার।
5/5সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় ইনায়া। মা সোহাও মেয়ের টুকটাক ছবি-ভিডিয়ো শেয়ার করে থাকেন। এই যেমন দিনকয়েক আগে দেখা গিয়েছিল এইটুকু বয়সে নিজের জামা নিজেই ভাঁজ করছে সে। ক্যাপশনে লিখেছিলেন, ‘শনিবারের সকালগুলি কাজের জন্য - এবং আমরা সবাই কাজ করি! #উইকএন্ড #choresforkids’।