বলিউডের নম্বর ১ হিরোইনের তালিকায় নাম আসে তাঁর। কাপুর পরিবারের অন্যতম সফল উত্তরসূরী হলেন করিনা কাপুর। তবে কাজ নিয়ে যতই ব্যস্ততা থাক, নিজের ‘মমস ডিউটি’কে এক ফোঁটা হেলাফেলা করতে রাজি নন তিনি। সবসময় রয়েছেন তৈমুর আর জেহর আশাপাশে।
শনিবার মুম্বইয়ের মুষলধার বৃষ্টি মাথায় করেই করিনা কাপুর পৌঁছেছিলেন ফুটবল মাঠে, সন্তানদের ফুটবল ম্যাচ দেখতে। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে এই ম্যাচ চলাকালীন তোলা বেশ কিছু ছবিও শেয়ার করে নিয়েছেন। প্রথম পোস্টে করিনাকে হাতে ছাতা ধরে ফুটবল মাঠের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। পরেছিলেন ম্যাচিং ট্রাউজার্স এবং একজোড়া গামবুটের সঙ্গে একটি কালো রেইনকোট। তার মুখের হাসি বলে দেয়, কতট উপভোগ করছিলেন। আর এর ক্যাপশনে লেখেন, ‘সকার। মম ডিউটি (রেড হার্ট ইমোজি)।’
দ্বিতীয় ছবিতে করিনা কাপুর তাঁর ভিজে যাওয়া গামবুটের ছবি দিয়েছেন। দেখে মনে হচ্ছে, মাঠের সামনে মাটিতেই বসে আছেন তিনি। আর এটার ক্যাপশনে লিখলেন, ‘বৃষ্টির মাঝে।’
দীার্ঘসময় লিভইন করার পর বিয়ে করেন সইফ ও করিনা ২০১২ সালে। ২০১৬ সালে জন্ম হয় তৈমুরের। আর জেহ-র জন্ম ২০২০ সালে। রণবীর এলাহাবাদিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা দুই সন্তান মানুষ করা প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘আমারা বর্তমানে চেষ্টা করি থামাতে ওদের দুজনকে সবসময়, যখন ওরা একে-অন্যের সঙ্গে লড়াই করে। এই তো এখানে আসার জন্য তৈরি হচ্ছিলাম, হঠাৎ শুনি সইফ চিৎকার করছে। তৈমুর যেহেতু জেহ-র থেকে বড়, তাইসবসময় চেষ্টা করে অধিকারবোধ ফলানোর। সবসময় ওর (জেহ) পিছনে লাগে, ধাক্কা দেয়।’
‘দুটো ছেলে বড় করা খুব শক্ত। ছোটটার হাবভাব হল, 'আমি মোটেও সহ্য করব না'। আর আমি ভাবি, 'এসব কী হচ্ছে! এগুলো তো সিনেমায় হয়। বাস্তবে আমার সঙ্গে তো তাই হচ্ছে'।’
কাজের সূত্রে, করিনাকে এরপর দেখা যাবে বাকিংহাম মার্ডারস সিনেমায়। যেখানে তিনি গোয়েন্দা চরিত্রে, এমন একজন মা যিনি নিজের সন্তানকে হারিয়েছেন। আর বাকিমহামে ঘটে যাওয়া একটি ১০ বছরের শিশুরহত্যা মামলার তদন্ত করবেন। তাই এখানে শুধু টানটান উত্তেজনাই নেই, আছে একজন মায়ের আবেগ। ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সিনেমার ট্রেলারটি। হনসল মেহতা পরিচালিত সাসপেন্স থ্রিলারটি ১৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে প্রেক্ষাগৃহে। এছাড়াও রোহিত শেট্টির 'সিংঘম এগেইন' সিনেমায় অভিনয় করতে দেখা যাবে করিনাকে।