প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেল করিনা ও শর্মিলাকে। বুধবার সকালে করিনা কাপুর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের আর শাশুড়ির একটি ভিডিয়ো শেয়ার করেন।যা ভাইরাল হয় নিমেষে।
একটি ডেকর ব্র্যান্ডের সঙ্গে কোলাবরেশনে তিনি ও তার শাশুড়ি মা প্রবীণ অভিনেতা শর্মিলা ঠাকুর এই বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন। ব্র্যান্ডটির নাম MyTrident Home।
আরও পড়ুন: (ফেসবুক স্ক্রল নয়, নিজের ফ্রি টাইম কীভাবে কাটান কাজল?)
কয়েক মিনিটের এই বিজ্ঞাপনে দেখা গেছে, বিশাল প্রাসাদে শাশুড়ি, বৌমা যে যার নিজের ঘরে সুন্দর সকল কাটাচ্ছে। পাশাপাশি নিজস্ব আদলে ঘরটিকে সুন্দর করে সুসজ্জিত করে রাখছে।
করিনার পরনে ছিল একটি নীল পোশাক, অপরদিকে শর্মিলাকে হালকা বাদামী পোশাকে এলেগেণ্ট। প্রাতরাশের সময় দুজন দুজনের পোশাককে কমপ্লিমেণ্ট দেয়। এভাবেই শুরু হয় একটা সুন্দর দিনের। ভিডিয়ো তে করিনার ক্যাপশন "রানীর সাথে রোলিং - রিয়েল টু রিল লাইফ।"
ভক্তরা একটি আনন্দদায়ক বিজ্ঞাপনে বেশ খুশি।
- সাস বহু গোলস্
- কী সুন্দর!কী অনবদ্য ভাবনা
- সকাল সকাল মন ভাল করা একটা ভিডিয়ো
- বাঃ! আপনদের একসঙ্গে দেখে খুব ভাল লাগছে
- এমনই সব মন্তব্য আসে পোস্টটিতে।
এর আগে ‘কফি উইথ করন’ এর শেষ সিজনের একটি পর্বের সময় করিনা শর্মিলার সাথে তার সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেন । সেই পর্বে অতিথি ছিলেন শর্মিলা ও সইফ। কারিনার একটি ভিডিও বার্তায় তার 'আম্মা'-এর জন্য ছিল মিষ্টি একটি নোট।
আরও পড়ুন: (সহবাসের জল্পনা উস্কে তথাগতর জন্মদিনে আদুরে বার্তা বিবৃতির, ‘অতীত’ আঁকড়ে স্ত্রী দেবলীনা!)
‘আমি সত্যিকার অর্থে তার জন্য সেই সংযোগ এবং ভালবাসা অনুভব করি কারণ উনি এত যত্নশীল। আমি মনে করি উনি আমাকে সোহা এবং সাবার মতো মেয়ের মতোই ভালোবাসে। সবসময় এরকম হয়েছে, যে উনি আমাকে কাছে টেনেছেন’। শর্মিলা পুত্র সইফ এবং করিনা ২০১২ সালে বিয়ে করেন এবং তাদের পুত্র- তৈমুর এবং জাহাঙ্গীর।