দীপাবলি পতৌদি পরিবার কাটায় মলদ্বীপে। সইফ আলি খান, করিনা কাপুর, তৈমুর এবং জেহ-র দিওয়ালি ছিল এবারে এক্কেবারে আলাদা। তবে উৎসবের মরশুম কাটতেই তাঁরা ফিরলেন মুম্বইতে। মঙ্গলবার রাতেই তাঁরা মুম্বইতে পা রাখেন। একসঙ্গে ফ্রেমবন্দি হয় গোটা পরিবার। দেখা যায়, মা আর দুই ছেলে একেবারে ম্যাচিং জামায় সেজেছে। করিনা তাঁর নল ডেনিমের সঙ্গে পরেছেন টাই অ্যান্ড ডাই শার্ট। আর যার সঙ্গে রং মিলিয়ে জেহ ও তৈমুরেরও টাই অ্যান্ড ডাই করা প্যান্ট-টি শার্টের সেট।
আরও পড়ুন: ‘অ্যাই’ বলে পাপারাজ্জিকে ধমক লাগাল ৩ বছরের জেহ! সইফ ফিরেও তাকাল না, করিনা তারপর…
মুম্বই এয়ারপোর্ট থেকে বেরনোর সময় তৈমুর ছিলেন বাবার পাশে। আর ছোট ছেলে জেহকে নিয়ে দেখা গেল করিনাকে। পিছনে এই দুই বাচ্চার ন্যানিরাও ছিলেন। সইফ এবং বেবো তাড়াহুড়ো করে বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে সোজা তাদের গাড়িতে ঢুকে পড়েছিলেন।
আরও পড়ুন: পতৌদির রক্ত জেহ-তৈমুরের শরীরে, ছোট থেকেই ছেলেদের যে ট্রেনিং দিচ্ছেন সইফ
সেইসময় দেখা যায় সইফ যখন গাড়ির দিকে এগোচ্ছেন, আর পিছনে বেবো, তখনই এক ভক্ত ফোটোর আবদার নিয়ে হাজির হন তখন না করে দেন করিনা। তিনি সোজা গিয়ে আগে গাড়িতে তোলেন জেহকে। এরপর নিজে গাড়িতে ওঠার সময় পাপারাৎজিদের দিকে তাকিয়ে হাত নাড়েন।
আরও পড়ুন: 'মায়ের ছবি তুলছো কেন?' পাপারাৎজিদের দিকে তেড়ে গেল জেহ, দাদার পথেই হাঁটছে করিনা পুত্র!
বিগত কয়েকমাস ধরে করিনা ও সইফ আলি খানের ছোট সন্তানকে নিয়ে আলোচনার অন্ত নই। আসলে এই খুদে পতৌদির একেবারে পছন্দ নয়, তার ছবি তোলা হোক। আর তা নিয়ে বেশ কয়েকবার পাপারাৎজিদের বকাঝকাও করতে দেখা গিয়েছে সাড়ে ৩ বছরের এই খুদেকে। এমনকী, করিনার বড় ছেলে তৈমুরের উপরেও অভিযোগ আছে, মিডিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করার। তাই এখন দুই সন্তান সামন থাকলে বিশেষ সাবধানতাই অবলম্বন করতে দেখা যায় অভিনেত্রীকে।
ছোট থেকই মিডিয়ার কড়া নজরে থাকেন এই দুই স্টার কিড। করিনা একবার জানিয়েছিলেন, তাঁর দুই ছেলেরই একবারে পছন্দ নয়, বাড়ি থেকে বের হলে পরেই যেভাবে ছবির জন্য ঘিরে ধরা হয় তাঁদের। তবে তিনি ও সইফ বোঝানোর চেষ্টা করেন সন্তানদের। বেশ কয়েকবার তো পাপারাৎজিদের এই ফোটোর আবদার মেটাতে বিয়ে বিরক্ত হয়ে পড়েন করিনা-সইফ নিজেও।