বয়স সবে ৩ বছর, তাতে কী! মায়ের বীরপুরুষ সে। মাকে রক্ষা করার যাবতীয় দায়ভার যেন তারই কাঁধে। সেই কারণেই যেন পাপারাৎজিরা মায়ের ছবি তুলতে গেলেই তেড়ে এল করিনার ছোট ছেলে। রবিবার বিকেলে মায়ের হাত ধরে বেড়ু করতে বেরিয়েছিল জেহ (জাহাঙ্গীর আলি খান)। অনেকদিন পর সইফিনা পুত্রকে দেখে ঘিরে ধরে পাপারাৎজিদের ক্যামেরা, বেবোর দিকেও ক্যামেরা তাক করে চলছিল ছবি নেওয়ার পালা।
ওমনি পাপারাৎজি কাকুদের দিকে বিস্ফারিত চোখে তাকাল জেহ। রীতিমতো গোলগোল চোখে ছবি শিকারিদের ভয় দেখানোর চেষ্টা করল। জেহ বাবার (আদরে করে ফ্যানেরা এই নামেই ডাকে তাঁকে) এই কাণ্ড দেখে কেউ হেসেখুন, কেউ আবার বলছেন এ তো পুরো দাদার কার্বন কপি! কারণ ঠিক একইরকমভাবে অতীতে বহুবার পাপারাৎজিদের দিকে তেড়ে গেছে তৈমুর। কখনও তো স্পষ্ট বলেছেন, ‘ছবি তুলবে না একদম’।
ছোট থেকেই দুই ছেলেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেননি সইফ-করিনা। অনেক তারকা দম্পতি যেখানে নিজের সন্তানের মুখই প্রকাশ্যে আনেন না, উলটো পথে হেঁটেছেন সইফিনা। ইনস্টাগ্রামে করিনা নিজে দুই ছেলের নানান খুনসুটির মুহূর্ত হামেশাই পোস্ট করে থাকেন। পাপারাৎজিদের জন্যও কোনওদিন কোনও নিষেধাজ্ঞা আরোপ করেননি তাঁরা।
গত ফেব্রুয়ারিতেই ৩ পূর্ণ করেছে জেহ। ক্য়ামেরা ভারী অপছন্দ জেহ-র। পারিবারিক অনুষ্ঠানের ছবিতেও হামেশাই মুখ বেজাড় করে পোজ দেয় খুদে। এদিন জেহ-কে করিনা, দাদা তৈমুর এবং তাঁর ন্যানির সঙ্গে পাওয়া গেল। ছোট ছেলের হাত শক্ত করে ধরে রেখেছিলেন সইফ ঘরণী। ঢিলেঢালা কমলা রঙের শার্টের সঙ্গে সাদা ফ্লোয়ি প্যান্ট পরেছিলেন বেবো। চোখে রোদচমশা এবং আলগা চুলে ফ্যাশনেবল করিনা।
জেহ এবং তৈমুর কোনও ক্লাস সেরে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। জেহ-এর এমন রাগী মেজাজ দেখে নেটিজেনদের ধারণা হয়ত ক্লাসে বকা খেয়েছে সে। কিংবা হয়ত কোনও কারণে করিনাই একটু বকে দিয়েছে তাঁকে। বদমেজাজি জেহ-র অভিব্যক্তি সবসময়ই নেটিজেনদের মুখে হাসি ফোটায়।
করিনা কাপুর এবং সাইফ আলি খান ২০১২ সালের ১৬ অক্টোবর একদম সাদামাটা বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন। দীর্ঘ পাঁচ বছরের প্রেম সম্পর্ক পরিণতি পেয়েছিল। এরপর ২০১৬ সালে তাদের প্রথম সন্তান তৈমুরের জন্ম। ২০২১ সালে জেহ-র জন্ম দেন করিনা। করিনা কাপুরকে শেষ দেখা গিয়েছিল কৃতি শ্যানন ও টাবুর সঙ্গে 'ক্রু' ছবিতে। আগামিতে তাঁকে ‘সিংহাম এগেইন’ এবং দ্য বাকিংহাম মার্ডারস-এ দেখা যাবে। সইফের শেষ রিলিজ ‘আদিপুরুষ’ ঘিরে বিতর্কে ঝড় উঠেছিল। পরবর্তীতে তেলুগু ছবি দেবারা, তামিল ছবি থালাইভান ইরুকিন্দ্রনে দেখা মিলবে পতৌদির নবাবের। বলিউডে গো গোয়া গন-এর সিক্যুয়েল হাতে রয়েছে সইফের।