শনিবার বাগদান হল আদর জৈন ও অলেখা আডবানির। যাতে সামিল হয়েছিলেন করিনা কাপুর, করিশ্মা খান, রণবীর কাপুররা। এই অনুষ্ঠানের ছবি ও ভিডিয়োগুলি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
কনে অলেখা আডবানির বাড়িতেই আয়োজন করা হয়েছিল বাগদান অনুষ্ঠানের। ভিডিয়োতে দেখা যায়, সেজেগুজে হবু বউয়ের বাড়ির সামনে নামছেন আদর। খুব সূক্ষ্ম কাজ করা, সাদা রঙের শেরওয়ানি পরেছিলেন তিনি। এই রোকায় নিমন্ত্রিতের তালিকায় দেখা গেল বলিউডের বহু তারকাকে।
একটি ভিডিওতে কারিনা কাপুরকে তার কাজিন ব্রাদার আদরের অনুষ্ঠানে দেখা যায়। একটি টকটকে নীল শাড়ি পরেছিলেন তিনি। বিয়ের কাজেও হাত লাগাতে দেখা যায় করিনাকে। পুজোর প্লেট দেখা গিয়েছে একটি ভিডিয়োতে করিনা কাপুরের হাতে।
আরও পড়ুন: ‘সলমনের থেকে কিছু নিয়েই ফিরি…’! ক্যানসার আক্রান্ত হিনাকে বিশেষ খাতির ভাইজানের
আর করিশ্মা পৌঁছেছিলেন কালো রঙের শেরওয়ানি পরে। যাতে ছিল সোনালি রঙের কাজ। সাজ একদম মিনিমাল রেখেছিলেন তিনি। খোলা চুল। কাঁধে স্লিং ব্যাগ, মন কেড়ে নেন দুই বোনই।
রণবীর কাপুর পৌঁছেছিলেন মা নীতু কাপুরকে সঙ্গে নিয়। নীতু বেছে নিয়েছিলেন রোজ পিঙ্ক রঙের কুর্তা চুড়িদার। আর রণবীর নিজেকে সাজালেন অল ব্ল্যাক লুকে।
আরও পড়ুন: মায়ের চেয়ে মাসির দরদ বেশি! কার চুমুতে হাসি মুখ রাহার, সে আবার আলিয়ার বিশেষ প্রিয়
দেখুন ছবি-
![কাজিনের বিয়েতে রণবীর, করিশ্মা ও করিনা। কাজিনের বিয়েতে রণবীর, করিশ্মা ও করিনা।](https://images.hindustantimes.com/bangla/img/2024/11/24/original/Kareena_Karishma_Ranbir_1732414495969.jpg)
আদর জৈন এবং আলেখা আডবানি তাঁদের সম্পর্ক অফিসিয়াল করেন করিনা কাপুর এবং সইফ আলি খানের ২০২৩ সালের দিওয়ালি উদযাপনের সময়। যদিও তার অনেক আগে থেকেই দুজনে চেনেন একে-অপরকে। এখানে বলে রাখা যাক, মাঝে শোনা যেত, আদর নাকি সম্পর্কে আছেন অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে।
আদরের মা রিমা কাপুর হলেন কাপুর পরিবারের মেয়ে। অর্থাৎ সম্পর্কে তিনি পিসতুতো ভাই হন করিনা-করিশ্মা আর রণবীরদের। বাবা মনোজ জৈন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার। আদর দুটি মাত্র সিনেমাতেই কাজ করেছেন, আর তা হল ২০১৭ সালে কয়েদি ব্যান্ড এবং ২০২১ সালের হ্যালো চার্লি। এই দুটি সিনেমাই দর্শকদের কাছ থেকে সেভাবে গ্রহণযোগ্যতা পায়নি। অন্য দিকে, অলেখা হলেন উদ্যোগপতি, মডেল। এর আগে মলদ্বীপের সমুদ্র সৈকতে একে-অপরকে আংটি পরিয়েছিলেন। সেই সময় বালিতে ‘Marry Me’ লিখে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব। আর সেই ছবি শেয়ার করে আদর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'আমার প্রথম ক্রাশ, আমার প্রিয় বন্ধু থেকে এখন, আমার সবকিছু।'